নিজস্ব প্রতিবেদক।।
সাবেক সংসদ সদস্য ও বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম বলেছেন পরীক্ষা নকল মূক্ত পরিবেশে অনুষ্ঠিত হবে। তাই তোমাদেরকে পড়ালেখায় মনোযোগী হতে হবে। বিগত দিনের মত নকলের মহোৎসব চলবেনা। আমরা কোয়ান্টিটি চাই না, কোয়ালিটি চাই। তোমরা জাতির ভবিষ্যৎ, তাই তোমাদের কে যোগ্য হিসেবে নিজেদের কে তৈরি করতে হবে।
২২জুন রবিবার চরফ্যাসন উপজেলার রসুলপুর নাজিম উদ্দিন আলম ডিগ্রি কলেজ, শশীভূষণ বেগম রহিমা ইসলাম কলেজ ও জনতাবাজার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কলেজে ২০২৫ সালের এইচএসসি বোর্ড পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, আমরা দেখেছি বিগত দিনে নতুন প্রজন্মকে আওয়ামী লীগ কিভাবে অপব্যবহার করছে। ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ পরীক্ষার হলে প্রবেশ করে পরীক্ষার্থীদের মাঝে নকল সরবরাহ করেছে। এভাবেই তারা ক্ষমতার অপব্যবহার করেছে। যে সব শিক্ষক তাদের এ সব অপকর্মের প্রতিবাদ করেছেন, তারা তাদের হাতে লাঞ্ছিত হয়েছেন।
বিএনপির এই নেতা আরো বলেন আওয়ামীলীগ সরকারের আমলে আমরা দেখেছি ৯০শতাংশ পাশ। আমরা কোয়ান্টিটি চাইনা, কোয়ালিটি চাই। সুতরাং পড়ালেখার বিকল্প নেই, তোমরাই একদিন জাতির নেতৃত্ব দিবে। একজন ছাত্রের মধ্যে কোয়ালিটি অবশ্যই থাকতে হবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব আনম আমিরুল ইসলাম মিন্টিজ, শশিভূষণ থানা বিএনপির সভাপতি এবি ছিদ্দিক মিয়া।
এসময় উপস্থিত ছিলেন বেগম রহিমা ইসলাম কলেজের গভর্নিং বডির সভাপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মাহাদী হাসান জুয়েল, উপজেলা বিএনপির আপ্যায়ন বিষয়ক সাবেক সম্পাদক শামসুদ্দিন কাউস, শ্রমিক দলের সভাপতি মীর আবুল কালাম আজাদ, যুবদলের সাবেক সভাপতি আশরাফুর রহমান দিপু, সেচ্চাসেবক দলের সাবেক সভাপতি মীর শাহাদাত হোসেন ছায়েদ, শশিভূষণ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তফা কামাল প্রমুখ।

সভার শুরুতে প্রধান অতিথি ও কলেজের সভাপতিকে কলেজ শিক্ষক ও বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান হয়।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।