উজিরপুর (বরিশাল) সংবাদদাতাঃ বরিশালের উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরিয়ে আনতে না পারলে আগামী প্রজন্ম পিছিয়ে যাবে এই মর্মে।
শনিবার (২১জুন) রাত ১০ টায় বেড়িয়ে পরলেন আগামী ২৬ জুন অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষার্থীদের পড়াশুনার খোজ খবর নিতে। বিনা নোটিশে ছাত্রদের বাসায় হাজির। ছাত্র এবং অভিভাবক ইউ এন ও কে বাসায় দেখে হতবাক।
অভিভাবক গন জানিয়েছেন ইতোপূর্বে এমনটি তারা দেখেন নি। তারা বলেন ইউ এন ও মহোদয় একজন শিক্ষা বান্ধব অফিসার তিনি ব্যাতিক্রমি উদ্যোগ গ্রহন করেছেন। অভিভাবক হিসেবে আমরা ইউ এন ও মহোদয়ের কাছ কৃতজ্ঞ।
উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা
মো. আলী সুজা পরীক্ষার্থীদের সাথে কথা বলেন তাদের কোন কোন বিষয়ে দূর্বলতা আছে জানতে চান। সম্পূর্ন নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হবে মর্মে ভালো করে প্রস্তুতি গ্রহন করার পরামর্শ দেন। সন্ধ্যার পরে যাতে বাসার বাহিরে না থাকে সতর্ক করেন । অভিভাবক গন যাতে নিয়মিত তার সন্তানের খোজ খবর রাখেন সেজন্য অভিভাবকদেরকে অনুরোধ জানান। এর পর বাজারে ঘুরাঘুরি করাবস্থায় বেশ কয়েকজন কলেজ এবং বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রদের সাথে কথা বলে শিক্ষা এবং তাদের ভবিষ্যৎ নিয়ে দিকনির্দেশনা প্রদান করেন।
এই তদারকি কার্যক্রম চলাকালিন সরকারি শেরে বাংলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো.আনিচুর রহমান সাথে ছিলেন। তিনি ছাত্রদেরকে নিয়মিত তদারকি করা জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষকদের অনুরোধ করেন। তিনি জানান পরীক্ষা আরম্ভ হওয়ার পুর্ব পর্যন্ত এই তদারকি অব্যাহত থাকবে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।