বাংলাদেশ বাণী ডেক্স।।
ইরানের মধ্যাঞ্চলে ইসরাইলের হামলায় ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এর কমপক্ষে ১০সদস্য নিহত হয়েছেন। সংবাদ সংস্থা তাসনিম এর বরাত দিয়ে আল জাজিরা জানায়, রোববার ইয়াজদ প্রদেশে হামলায় নিহত হন তারা।
সামাজিক মাধ্যম এক্সে তাদের হিব্রু অ্যাকাউন্টে পোস্ট করা এক বিবৃতিতে ইসরাইল আরও জানিয়েছে যে তাদের ড্রোন হামলায় ইরানের ১৫টি বিমান এবং হেলিকপ্টার ধ্বংস হয়েছে।
পোস্টে তারা একটি ছবি সংযুক্ত করেছে। যেখানে দেখা যাচ্ছে তেহরানের মেহরাবাদ, মাশহাদ, দেজফুল বিমানবন্দরে হামলা হয়েছে।
ইসরাইলের সেনাবাহিনীর দাবি, ‘এই হামলায় বিমানবন্দরের রানওয়ে, ভূগর্ভস্থ বাঙ্কার, একটি জ্বালানি ভর্তি বিমান এবং ইরানি সরকারের এফ-১৪, এফ-১৫ এবং এএইচ-১ বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।