নিজস্ব প্রতিবেদক :
পটুয়াখালীর কলাপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছেন এক কলেজছাত্রী। মঙ্গলবার (২৪ জুন) সকাল ১১টার দিকে উপজেলার ধানখালী ইউনিয়নের লোন্দা গ্রামে তারেক মৃধা (২৫) নামে এক যুবকের বাড়িতে উপস্থিত হয়ে অবস্থান নেন ২০ বছর বয়সী ওই তরুণী।
তরুণীর অভিযোগ, প্রেমিক তারেক বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাকে একাধিকবার কুয়াকাটাসহ বিভিন্ন স্থানে নিয়ে ঘোরাঘুরি ও রাত্রিযাপন করেন। কিন্তু পরবর্তীতে সম্পর্কের বিষয়টি জানাজানি হলে তারেক তাকে অস্বীকার করে এবং মোবাইল ফোনে যোগাযোগ বন্ধ করে দেয়। এমন অবস্থায় বাধ্য হয়েই তরুণী তারেকের বাড়িতে এসে অবস্থান নেন।
তরুণী জানান, প্রায় দেড় বছর আগে কলাপাড়া পৌর শহরের বৈশাখী মেলায় তারেকের সঙ্গে তার পরিচয় হয়। এরপর মোবাইল ফোনে কথা বলতে বলতে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে বিয়ের আশ্বাস দিয়ে বিভিন্ন স্থানে নিয়ে যান তারেক। এখন সে সম্পর্ক অস্বীকার করে দায়িত্ব এড়াতে চাইছে।
এদিকে তরুণীর অভিযোগ, অবস্থান নেওয়ার পরপরই তারেকের মা তাকে জোরপূর্বক টেনে হিঁচড়ে ঘর থেকে বের করে দেন এবং ঘরে তালা ঝুলিয়ে অন্যত্র চলে যান। তবে কিছুক্ষণ পর তিনি পুনরায় বাড়ির সামনে এসে অবস্থান শুরু করেন।
ঘটনার বিষয়ে তারেকের মোবাইল নম্বরে একাধিকবার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে তার পিতা ফারুক মৃধা বলেন, “আমার ছেলের বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন ও মিথ্যা।”
ঘটনার সত্যতা নিশ্চিত করে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল ইসলাম বলেন, “ঘটনাস্থলে গ্রাম পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে।”
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তরুণীর অনড় অবস্থানে স্থানীয়দের মাঝে কৌতূহল ও নানা আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।