শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

হিজলায় স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা

কাজল দে,হিজলা প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল হিজলা উপজেলা শাখার উদ্যোগে উপজেলার ৬টি ইউনিয়ন নেতা কর্মীদের নিয়ে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন ও ওয়ার্ড ভিত্তিক সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতেই এই আয়োজন।

শুক্রবার (২৯ আগস্ট-২০২৫) বিকালে হিজলা উপজেলা সদর সংলগ্ন হেলিপ্যাড মাঠে স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আসাদুজ্জামান খাঁন সজল এর সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ দুলাল সরদার এর সঞ্চালনায় সভায় স্থানীয় ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের প্রাণবন্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে কর্মীসভাটি জনসভায় পরিনত হয়।

কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক গোলাম মোরশেদ রাসেল। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নিজামুর রহমান নিজাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এইচ এম আলামিন,দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম বাপ্পী,সদস্য মাহামুদুল হাসান লিমন ও মাসরুর খান।

সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের ১নং যুগ্ম আহবায়ক আল আমিন মৃধা,যুগ্ম আহ্বায়ক শামীম আলম স্বপন,মোঃ নোমানুর রহমান,মোঃ হাবিবুল্লাহ, মনিরুজ্জামান মনির নপ্তী,উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ রফিকুল ইসলাম,মোঃ হাবিবুর রহমান হাবিব সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন,দলকে তৃণমূল থেকে সুসংগঠিত করতে হবে। স্বেচ্ছাসেবক দল হচ্ছে আন্দোলন-সংগ্রামে অগ্রণী শক্তি।সামনে নির্বাচন তারেক রহমানের ৩১ দফার নির্দেশনা মেনে জনগণের কাছে যেতে হবে। এখন থেকে সবাইকে নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করতে হবে। সকলে মিলে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে। বিগত ১৭ বছর যারা স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম অংশগ্রহণ করেছেন তাদেরকে সাথে নিয়েই আমরা কমিটি করতে চাই।৫ আগষ্টের পর যারা দলের সুসময়ে আসছেন এবং বিগত ফ্যাসিস্ট সরকারের প্রোগ্রামের অংশ নিয়েছেন তারা কোনো পদ পদবী পাবেন না। স্বেচ্ছাসেবক দল একটি সুশৃঙ্খল সংগঠন, এখানে কোনো নেশাগ্রস্ত, চাঁদাবাজ ও সন্ত্রাসের স্থান নেই।

আরো পড়ুন

ঝালকাঠিতে খবরেরকাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন

জাহাঙ্গীর আলম।। দৈনিক খবরের কাগজ–এর স্বেচ্ছাসেবী সংগঠন ‘বন্ধুজন’–এর ঝালকাঠি জেলা কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *