বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

বাবুগঞ্জে আমন ধানের বীজ ও সার পাচ্ছে ৯শতাধীক কৃষক

বাবুগঞ্জ(বরিশাল) প্রতিনিধি

২০২৪-২৫ অর্থ বছরে -২ মৌসুমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বরিশালের বাবুগঞ্জ উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৪ জুন) বাবুগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ফারুক আহমেদ।

অনুষ্ঠানে বাবুগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রউফ এর সভাপতিত্বে ও অতিরিক্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ নূরুল ইসলাম’র সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক, বিআরডিবি’র চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন স্বপন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুল করিম হাওলাদার, উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সভাপতি মাওলানা মোহান্মদ রহমাতুল্লাহ মাতুব্বার। উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ খোরশেদ আলম, আতিকুর রহমান সুমন, রিয়াজুল ইসলাম ওমর, মোঃ রফিকুল ইসলাম, সহ শতাধিক প্রান্তিক কৃষক।

আরো পড়ুন

’৬৯ এর গণঅভ্যূত্থানে শহীদ বরিশাল একে স্কুলের শিক্ষার্থী আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক।। ’৬৯ এর গণ অভ্যূত্থানে বরিশাল বিভাগের প্রথম শহীদ মোহাম্মদ আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ, ২৮ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *