বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

অসহায় নাসিমার জীবন বাঁচাতে দরকার মানবিক সহায়তা

বোরহানউদ্দিন প্রতিনিধি।।
ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের দাইবাড়ি গ্রামের ২৬ বছর বয়সী নাসিমা বেগম বর্তমানে জীবন-মরণ সমস্যায় ভুগছেন। দেড় বছর আগে তার মস্তিষ্কে (ব্রেনে) টিউমার ধরা পড়ে। চিকিৎসা করাতে করাতে বর্তমানে রোগটি আরও জটিল রূপ নিয়েছে। টিউমার থেকে মস্তিষ্কে পানি জমে চোখে মারাত্মক ইনফেকশন ছড়িয়েছে এবং তার দুই চোখ ভয়ংকরভাবে ফুলে উঠেছে।
নাসিমা বর্তমানে শারীরিকভাবে চরম কষ্টে আছেন এবং প্রায় অচল অবস্থায় দিন কাটাচ্ছেন। তিনি একজন সন্তানের মা। তার স্বামী খলিলুর রহমান একজন সাধারণ মানুষ, যিনি পরিবার চালাতে হিমশিম খাচ্ছেন। এতদিন চিকিৎসার জন্য যা কিছু সম্ভব ছিল করেছেন—লক্ষ লক্ষ টাকা ঋণ করে হলেও স্ত্রীর জীবন রক্ষার চেষ্টা করেছেন। কিন্তু এখন আর পেরে উঠছেন না।
এই অসহায় পরিবারের পক্ষে আর চিকিৎসার ব্যয় বহন করা সম্ভব নয়। জরুরি ভিত্তিতে উন্নত চিকিৎসা প্রয়োজন, যা ব্যয়বহুল এবং তাদের সাধ্যের বাইরে।
নাসিমার পরিবারের পক্ষ থেকে দেশের হৃদয়বান, সহৃদয় ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর কাছে মানবিক সহায়তার আবেদন জানানো হয়েছে। নাসিমার জীবন বাঁচাতে এগিয়ে আসা এখন সময়ের দাবি।
যোগাযোগ: নাসিমা বেগম, স্বামী: খলিলুর রহমান
গ্রাম: দাইবাড়ি, বড় মানিকা ২নং ওয়ার্ড
উপজেলা: বোরহানউদ্দিন, জেলা: ভোলা
মোবাইল: ০১৭০৬৩৮৬২৯০

আরো পড়ুন

’৬৯ এর গণঅভ্যূত্থানে শহীদ বরিশাল একে স্কুলের শিক্ষার্থী আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক।। ’৬৯ এর গণ অভ্যূত্থানে বরিশাল বিভাগের প্রথম শহীদ মোহাম্মদ আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ, ২৮ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *