শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

পিরোজপুরে বাস ও অটোরিকশা সংঘর্ষ নিহত ১

পিরোজপুর প্রতিনিধি :
নাজিরপুর সড়কে ব্রাহ্মণকাঠি এলাকায় একটি বিয়ের বাস ও অটোরিকশা সংঘর্ষ নিহত ১ : আহত ২৪
পিরোজপুর নাজিরপুর সড়কে ব্রাহ্মণকাঠি এলাকায় একটি বিয়ের বাস ও ব্যাটারি চালিত অটোরিকশা সংঘর্ষ ১ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে ২৪ জন। আজ শুক্রবার বিকেল ৫টায় একটি বিয়ের বাস পিরোজপুর শহর থেকে দুর্গাপুর ইউনিয়নে যাচ্ছিল এবং একটি ব্যাটারি চালিত অটোরিকশা নাজিরপুর থেকে পিরোজপুরে আসার পথে ব্রাহ্মণঘাটি এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে একজন বাসযাত্রী মারা যায়।
নিহত হান্নান হাওলাদার  সদর উপজেলার টোনা ইউনিয়নের মূলগ্রাম এলাকার মো: কাদের হাওলাদারের পুত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল পাঁচটার দিকে পিরোজপুর শহর থেকে একটি বিয়ের বাস সদর উপজেলার দুর্গাপুর যাচ্ছিল এবং একটি অটোরিক্সা নাজিরপুর থেকে পিরোজপুর আসার পথে ব্রাহ্মণকাটি এলাকায় বিয়ের লোকাল বাসের সাথে সংঘর্ষ হয়। এতে বাসটি উল্টে যায় এবং অটোরিক্সাটি দুমড়ে মুছে যায়। এতে ঘটনাস্থলে হান্নান নামে একজন মারা যান। এতে কমপক্ষে ২৪ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নেয়া হয়।
প্রত্যক্ষদর্শী এস এম সিপার জানান, আমরা পিরোজপুর শহর থেকে নাজিরপুরে যাচ্ছিলাম পথে ব্রাহ্মণকাঠি এলাকায় একটি বিয়ের বাস ব্যাটারী চালিত অটোরিকশাকে ধাক্কা দেয় এবং বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই একজন মারা যায়। বাসে ও অটোরিক্সার যাত্রীরা ২০ থেকে ২৫ জন আহত হয়।
পিরোজপুরের সিভিল সার্জন ডা. মো: মতিউর রহমান জানান, বাস দুর্ঘটনার পরে রোগীদের হাসপাতালে নিয়ে আসা হয়। পিরোজপুর জেলা হাসপাতালে ২৪ জন রোগি কে প্রাথমিক দেয়া হয়েছে। এদের মধ্যে নয়জন রোগীকে ভর্তি করা হয়েছে। একজন রোগীকে উন্নত চিকিৎসার জন্য রেফারড করা হয়েছে। আমাদের বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এম্বুলেন্স পিরোজপুর জেলা হাসপাতালে এনে রোগীদের সেবা দেয়া হচ্ছে।
পিরোজপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো: সেলিম হোসেন জানান খবর পেয়ে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে গিয়ে আহতদের জেলা হাসপাতালে নিয়ে যায়। ফায়ার সার্ভিসের উদ্ধার কাজে সর্বোচ্চ সহযোগিতা করছে। আহতদের থেকে উন্নত চিকিৎসার জন্য বাহিরে যাওয়ার জন্য সহায়তা করছে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশিদ জানান দুর্ঘটনার খবর পেয়ে জেলা প্রশাসক মহোদয় ও আমরা ঘটনাস্থলে গিয়ে আহত রোগীদের হাসপাতালে আনার ব্যবস্থা করি। আহত রোগীদের হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করি। পিরোজপুর নাজিরপুর সড়কে যান চলাচল স্বাভাবিক আছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আরো পড়ুন

বাবুগঞ্জের ইউএনও’র বদলি স্থগিতের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কে মানববন্ধন

বাবুগঞ্জ প্রতিনিধি।। বরিশালের বাবুগঞ্জ উপজেলার জনপ্রিয়, জনবান্ধব ও মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *