সোমবার, এপ্রিল ৭, ২০২৫
hamla
hamla

ঝালকাঠিতে দেবরের হামলায় ভাবী গুরুতর আহত

বাংলাদেশ বাণী ডেস্ক॥

ঝালকাঠির বাউকাঠিতে জমিজমার বিরোধে দেবরের হামলায় ভাবী গুরুতর আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকালে বাউকাঠি দিঘির পাড়ে নিজ বাড়িতে রিয়েলের স্ত্রী রনি বেগমকে কথা কাটাকাটির এক পর্যায়ে ছোট দেবর রাকিব হাওলাদার ও শ্বাশুড়ী টুলু বেগম বটি ও লাঠিসোটা দিয়ে মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করে। পরে স্বজনরা উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে আহত রনি বেগমকে আনা হলে চিকিৎসক মাথায় ৫টি সেলাই দেয়া হয়। রোগীর অবস্তা অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত ডাক্তার বরিশাল শেবাচিম হাসপাতালে রেফার করেন।

এ ব্যাপারে ভুক্তভোগীর স্বামী রিয়েল জানান, আমার স্ত্রীকে অন্যায়ভাবে আমার ছোট ভাই রাকিব ও আমার মা হামলা করে রক্তাক্ত জখম করলে চিকিৎসার জন্য ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে আসি। পরে ডাক্তারের পরামর্শে বরিশাল শেবাচিম হাসপাতালে রোগীকে প্রেরণ করা হয়। এ বিষয়ে ঝালকাঠি থানায় মামলার প্রস্তুতি চলছে।”

অভিযুক্ত রাকিব জানান, আমাদের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ আছে। তা নিয়ে ঝগড়া বিবাধ হয় এবং মারামারি হয়েছে।

ঝালকাঠির থানার অফিসার ইনচার্জ জানান, এ ব্যাপারে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্তা গ্রহন করা হবে।

আরো পড়ুন

রাজনৈতিক দলের আকাঙ্খাগুলো যেমন ন্যায্য, তেমনি তরুণদের সংস্কারের দাবিগুলোও ন্যায্য- ব্যারিস্টার ফুয়াদ

নিজস্ব প্রতিবেদক ।। আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, বাংলাদেশের ইতিহাসে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *