শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

মুলাদীতে ৪দিন ধরে মাদ্রাসার ছাত্র নিখোঁজ

ভূঁইয়া কামাল, মুলাদী প্রতিনিধি।।

বরিশালের মুলাদী পৌরসভার ৬নং ওয়ার্ডে মুলাদী কাসেমুল উলুম ইসলামিয়া কওমী মাদ্রাসার কিতাব বিভাগের ছাত্র ইব্রাহীম ৪দিন ধরে নিখোঁজ।
মুলাদী থানায় সাধারণ ডায়েরী ও পারিবারিক সূত্রে জানাযায়, ইব্রাহীমের মা রুবিনা আক্তার বলেন, ২২ জুন মাদ্রাসা হইতে কাউকে কিছু না বলে বাড়ীতে চলে আসে। মা রুবিনা আক্তার ২৫জুন মাদ্রাসায় দিয়ে আসেন। ঐ দিন দুুপুর অনুমান ২.৪৬ ঘটিকার সময় আমার ছেলে ইব্রাহীম মাদ্রাসায় কাউকে না বলিয়া চলিয়া যায়। এরপর থেকে তাকে অনেক খোঁজাখুজি করার পরও পাওয়া যাচ্ছে না।

ইব্রাহীমের বর্তমান ঠিকানা পিতা: মোবারক, মাতা: রুবিনা আক্তার, মুলাদী পৌরসভার ১নং ওয়ার্ড, চরগুদিঘাটা পাতারচর, বয়স: ১৩, কালো রংয়ের টি-শার্ট, বেগুনি কালারের পায়জামা, উচ্চতা ৫ফুট, শারীরিক গঠন চিকন, কালো রং-এর চুল, গায়ের নং ফর্সা, মুখ মন্ডল লম্বাটে, বরিশালের আঞ্চলিক ভাষায় কথা বলে। এ ব্যাপারে মুলাদী থানায় সাধারণ ডাইয়েরী করা হয়েছে। তার কোন খোঁজ পাওয়া গেলে এ নম্বরে ০১৭৭৬৭৪৮২০২ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।

আরো পড়ুন

বাবুগঞ্জের ইউএনও’র বদলি স্থগিতের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কে মানববন্ধন

বাবুগঞ্জ প্রতিনিধি।। বরিশালের বাবুগঞ্জ উপজেলার জনপ্রিয়, জনবান্ধব ও মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *