ভূঁইয়া কামাল, মুলাদী প্রতিনিধি।।
বরিশালের মুলাদী পৌরসভার ৬নং ওয়ার্ডে মুলাদী কাসেমুল উলুম ইসলামিয়া কওমী মাদ্রাসার কিতাব বিভাগের ছাত্র ইব্রাহীম ৪দিন ধরে নিখোঁজ।
মুলাদী থানায় সাধারণ ডায়েরী ও পারিবারিক সূত্রে জানাযায়, ইব্রাহীমের মা রুবিনা আক্তার বলেন, ২২ জুন মাদ্রাসা হইতে কাউকে কিছু না বলে বাড়ীতে চলে আসে। মা রুবিনা আক্তার ২৫জুন মাদ্রাসায় দিয়ে আসেন। ঐ দিন দুুপুর অনুমান ২.৪৬ ঘটিকার সময় আমার ছেলে ইব্রাহীম মাদ্রাসায় কাউকে না বলিয়া চলিয়া যায়। এরপর থেকে তাকে অনেক খোঁজাখুজি করার পরও পাওয়া যাচ্ছে না।
ইব্রাহীমের বর্তমান ঠিকানা পিতা: মোবারক, মাতা: রুবিনা আক্তার, মুলাদী পৌরসভার ১নং ওয়ার্ড, চরগুদিঘাটা পাতারচর, বয়স: ১৩, কালো রংয়ের টি-শার্ট, বেগুনি কালারের পায়জামা, উচ্চতা ৫ফুট, শারীরিক গঠন চিকন, কালো রং-এর চুল, গায়ের নং ফর্সা, মুখ মন্ডল লম্বাটে, বরিশালের আঞ্চলিক ভাষায় কথা বলে। এ ব্যাপারে মুলাদী থানায় সাধারণ ডাইয়েরী করা হয়েছে। তার কোন খোঁজ পাওয়া গেলে এ নম্বরে ০১৭৭৬৭৪৮২০২ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।