সোলায়মান তুহিন, গৌরনদী বরিশাল।।
জননন্দিত টেলিভিশন চ্যানেল মাই টিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথীর মা এবং প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুমা ওমেদা বেগমের ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বরিশালের গৌরনদীতে কুরআন খতম, দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে।
মাই টিভি প্রতিনিধি, গৌরনদী প্রেসক্লাবের প্যানেল আহবায়ক মো. গিয়াস উদ্দিন মিয়ার আয়োজনে সোমবার সকালে তাঁরাকুপি-কটকস্থল নূরানী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় কুরআন খতম শেষে দোয়া ও মোনজাতে সাংবাদিক মোল্লা ফারুক হাসান, আরিফিন রিয়াদ, রাজিব হোসেন তারিম, তাঁরাকুপি-কটকস্থল নূরানী হাফিজিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ জহিরুল ইসলাম সংগ্রাম, সমাজ সেবক রুহুল আমিন খান, মাদ্রাসার শিক্ষক হাফেজ কামাল হোসেন, হাফেজ কামরুল ইসলাম সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন । শেষে মাই টিভির চেয়ারম্যানসহ পরিবারবর্গের সুস্বাস্থ্য কামনা ও মরহুমা ওমেদা বেগমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন তারাকুপি- কটকস্থল কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা জহিরুল ইসলাম।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।