শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

বরিশালে ডাকাতির প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক

বরিশাল নগরীর শের-ই-বাংলা সড়কে ২৯ নম্বর ওয়ার্ডবাসীর আয়োজনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ঐ ওয়ার্ডে সংঘটিত ডাকাতির ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের নিরাপত্তা নিশ্চিতকরণ ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে এই কর্মসূচি পালন করা হয়।

মসজিদভিত্তিক সমাজ উন্নয়ন পরিষদের ব্যানারে আয়োজিত মানববন্ধনে বক্তারা নগরীর ২৯ নং ওয়ার্ডের আব্দুর রাজ্জাক খান সড়ক, হযরত শাহজালাল সড়ক, হযরত শাহ পরান সড়ক সহ
আশপাশের মসজিদ সংলগ্ন এলাকা ও শের-ই-বাংলা সড়কের আশেপাশে সন্ত্রাস, মাদক, জুয়া ও আড্ডার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা সিটি কর্পোরেশনের মেয়র বরাবর স্মারকলিপি প্রদান করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকারি হাতেম আলী কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের সাবেক অধ্যাপক এবং মসজিদভিত্তিক সমাজ উন্নয়ন পরিষদের সহ-সভাপতি প্রফেসর মোহাম্মদ নুরুজ্জামান।

মানববন্ধন পরিচালনা করেন বরিশাল ইসলামিয়া কলেজের প্রভাষক জনাব আবু হানিফ।
বক্তব্য রাখেন— মাওলানা আব্দুল ওদুদ, উপাধ্যক্ষ ও অর্থ সম্পাদক, মসজিদভিত্তিক সমাজ উন্নয়ন পরিষদ,মাওলানা মাসুদুর রহমান, প্রভাষক, বাঘিয়া আল আমিন কামিল মাদ্রাসা, মাওলানা শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক, মসজিদভিত্তিক সমাজ উন্নয়ন পরিষদ,অধ্যক্ষ আকতার ফারুক, সেক্রেটারি, আল্লাহ রাসূল জামে মসজিদ, মো. মাহবুবুল আলম মিন্টু, সভাপতি, বায়তুল জান্নাত জামে মসজিদ
মো. মনিরুল ইসলাম, সদস্য, মসজিদভিত্তিক সমাজ উন্নয়ন পরিষদ

বক্তারা আরও বলেন, ২৯ নম্বর ওয়ার্ডের শান্তিপ্রিয় নাগরিকরা আজ নিরাপত্তাহীনতায় ভুগছেন। বারবার প্রশাসনের কাছে অভিযোগ জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। দ্রুত পদক্ষেপ না নিলে আগামীতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা

আরো পড়ুন

বাবুগঞ্জের ইউএনও’র বদলি স্থগিতের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কে মানববন্ধন

বাবুগঞ্জ প্রতিনিধি।। বরিশালের বাবুগঞ্জ উপজেলার জনপ্রিয়, জনবান্ধব ও মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *