শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

বানারীপাড়ায় রাতের আঁধারে জমি দখল

মাইদুল ইসলাম শফিক, বানারীপাড়া প্রতিনিধি

বরিশালের বানারীপাড়ায় বিরোধীয় সম্পত্তিতে রাতের আঁধারে ঘর উত্তোলন করার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার বাইশারী ইউনিয়নের উত্তরকুল গ্রামের বাংলাবাজার ট্রলারঘাট সংলগ্ন
নাসিমের ক্রয়কৃত সম্পত্তিতে আব্দুর রাজ্জাক বেপারীর ছেলে মোঃ সবুর হোসেন রাতের আধারে অবৈধভাবে ঘর উত্তোলন করেন। মোঃ নাসিম বাইশারী ইউনিয়নের উত্তরকুল গ্রামের মৃত মনসুর আলী বেপারীর ছেলে।নাসিম সবুরের চাচা মোঃ মতিউর রহমানের কাছ থেকে উত্তরকুল মৌজার ২৫৪ নং এস এর ০.৪৭ শতাংশ এবং ৩২৫ নং এস এর ০.৪২ শতাংশ মোট ০.৮৯ শতক জমি ক্রয় করে। ক্রয় করার পূর্ব থেকেই ওই স্থানে দোকান ঘর ছিল। যে দোকানে মামুন নামের এক ভাড়াটিয়ার ব্যবসায়িক দোকান ছিল। যার ভাড়া নতুন ক্রয়কৃত মালিক নাসিম ভোগ করতো। এই জমি নিয়ে ২০২৪ সালের ২ অক্টোবর বরিশাল জেলা জজ আদালতে জেলার বানারীপাড়া থানাধীন জে এল নং ৩৪ উত্তরকুল মৌজার এস এ নং ৪৯ খতিয়ানের সৃজিত খতিয়ান নং ৫৬০ ও ৫৬২ এসএ দাগ নং ৩২৪ ও ৩২৫ এ ১৭ শতাংশ জমি নিয়ে একটি মামলা দায়ের হয়। সেখানে সর্বশেষ জেলা ম্যাজিস্ট্রেট স্বাক্ষরিত পর্যালোচনায় পাওয়া যায় উভয় পক্ষের বক্তব্য এবং তদন্ত কর্মকর্তার প্রতিবেদন দৃষ্টে বিরোধী ও সম্পত্তি উভয়পক্ষের দখলীয়।

বিরোধীয় সম্পত্তি উভয় পক্ষের ভোগ দখলে হওয়ায় দ্বিতীয় পক্ষ অর্থাৎ নাসিমের কাছে ক্রয় করেছে তাদের বিরুদ্ধে স্থাপিত প্রসেডিং চূড়ান্ত করার সুযোগ নেই। এ অবস্থায় পক্ষদ্বয় তাদের স্ব স্ব ভোগ দখলীয় সম্পত্তিতে শান্তিপূর্ণ ভোগ দখলের আদেশ দিয়ে মামলাটি নিষ্পত্তি করা হলো। এই আদেশ বলে ওই জমির প্রকৃত মালিক নাসিম। ২০২৪ সালের ৫ আগস্টের পর মোঃ সবুর হোসেন ঐ জমিতে রাতের আঁধারে ঘর উত্তোলন করেছিল। যা পরবর্তীতে বাজার কমিটি ভেঙে ফেলে এবং তারা স্পষ্ট বলে দেয় যারা আদালতের রায় অনুযায়ী জমির প্রকৃত মালিক হবে তারা দখল পাবে। এতদিন পর হঠাৎ করে পুনরায় সবুর হোসেন আদালত এবং বাজার কমিটির আদেশ অমান্য করে রাতের আঁধারে পুনরায় ঘরের উত্তোলন করে। এ প্রসঙ্গে বাজার কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন রাতের আঁধারে ঘর উত্তোলন কোন মতেই বৈধ কাজ নয়। তাছাড়া বিরোধী সম্পত্তিতে এভাবে রাতের আধারে ঘর উত্তোলন করা যায় না। এ প্রসঙ্গে সম্পত্তির ক্রয় কৃত মালিক নাসিম বলেন জমিটি আমার ক্রয়কৃত এবং আমি আদালত থেকে রায় পেয়েও জমিতে ঘর উত্তোলন করতে যাইনি। আমি চেয়েছি শান্তিপূর্ণভাবে আমার জমি ভোগদখল করতে চাই।

আরো পড়ুন

বাবুগঞ্জের ইউএনও’র বদলি স্থগিতের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কে মানববন্ধন

বাবুগঞ্জ প্রতিনিধি।। বরিশালের বাবুগঞ্জ উপজেলার জনপ্রিয়, জনবান্ধব ও মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *