বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

হিজলায় ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, আসামি গ্রেপ্তার।

হিজলা প্রতিনিধি:

বরিশাল জেলার হিজলা উপজেলায় পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টা অভিযোগে থানায় মামলা হয়। আসামি কে গ্রেপ্তার করেছে হিজলা থানা পুলিশ। গত ১৯ জুন,বৃহস্পতিবার সন্ধায় এ ঘটনা ঘটে।

২৬ জুন থানায় ভুক্তভোগীর মা বাদী হয়ে মামলা করলে, অভিযুক্ত সৈয়দ ফোরকানুল ইসলাম ( রিয়ান মীর) (১৯) কে ১ জুলাই ঢাকা থেকে গ্রেফতার করে হিজলা থানার এসআই মো: নুর আমিন। সৈয়দ ফোরকানুল ইসলাম ওরফে রিয়ান মীর উপজেলার নরসিংহপুর গ্রামের সৈয়দ অপু সরোয়ার ছেলে।

মামলার নথি থেকে জানা যায়, পাশ্ববর্তী বাড়ির নাবালিকা ৫ বছরের শিশু কন্যাকে ফোরকানুল ইসলাম (রিহান মীর) ডেকে টয়লেটে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। নাবালিকা ঐ কন্যা বিষয় টি তার মা’কে জানায়।

এব্যাপারে হিজলা থানার এসআই মো: নুর আমিন জানায়, ধর্ষণ চেস্টা অভিযোগের, আমাদের প্রাথমিক তদন্তে ঘটনার স্বত্যতা পাওয়া গেছে। এবং গত ২৬ জুন হিজলা থানার মামলা হয়েছে যাহার নং-২০, জি আর নং-১৫৪/২৫ ধারা- ৯(৪)(খ) নারী ও শিশু নির্যাতন দমন আইন,২০০০।

আরো পড়ুন

’৬৯ এর গণঅভ্যূত্থানে শহীদ বরিশাল একে স্কুলের শিক্ষার্থী আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক।। ’৬৯ এর গণ অভ্যূত্থানে বরিশাল বিভাগের প্রথম শহীদ মোহাম্মদ আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ, ২৮ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *