রিয়াজ ফরাজি ভোলা প্রতিনিধি।।
ভোলার বোরহানউদ্দিন উপজেলার হাসাননগর ইউনিয়নে দাখিল পরীক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় মামলার ১ নং আসামি ধর্ষক ওমর কাজীকে এখনো আটক করতে পারেনি বোরহানউদ্দিন থানা পুলিশ। তবে আতংকে রয়েছে ভুক্তভোগী শিক্ষার্থীর পুরো পরিবার।
গত-১১-০৪-২০২৫ ইং তারিখ রাতে দাখিল পরিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে বোরহানউদ্দিন থানায় একটি মামলা দায়ের করেছে ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবার। ধর্ষক ওমর কাজীকে আটকের দাবীতে স্থানীয় কাজীর হাটবাজারে শিক্ষার্থী ও শিক্ষকদের একাধিকবার মানববন্ধন হলেও পালাতক থাকায় ধর্ষক ওমর কাজীকে আটক করতে পারেনি পুলিশ।
তবে ধর্ষক ওমর কাজীকে আটক করতে পুলিশের অভিযান চলমান রয়েছে বলে জানাযায়।
অন্যদিকে ধর্ষণের ঘটনাটি কয়েক মাস আগে হলেও মামলার আসামী আটক না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় মানবাধিকার কর্মী রিজন হাওলাদারসহ গন্যমান্য ব্যক্তিরা।
এছাড়াও ধর্ষক ওমর কাজীকে গ্রেফতারের দাবী জানিয়েছেন স্থানীয় শিক্ষক সমাজ ও মানবাধিকার কর্মীসহ হাজারো পরিবার।
বোরহানউদ্দিন থনার অফিসার ইনচার্জ মোঃ ছিদ্দিকুর রহমান জানান, ওমর কাজী পালাতক রয়েছে তবে আটকের অভিযান চলমান রয়েছে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।