নিজস্ব প্রতিবেদক।।
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে প্রেস ক্লাবের সামনে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকদের ১২জন প্রতিনিধি শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার সঙ্গে দেখা করতে সচিবালয়ে প্রবেশ করেছে।
বুধবার দুপুর দেড়টার দিকে তারা সচিবালয়ে প্রবেশ করেন। শিক্ষকদের প্রতিনিধিদলে নেতৃত্ব দিচ্ছেন ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’র আহ্বায়ক অধ্যক্ষ মঈন উদ্দীন ও সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।