নিজস্ব প্রতিনিধি।।
দৈনিক যুগান্তরের বরিশাল ব্যুরো প্রধান ও এনটিভির সিনিয়র করেসপন্ডেন্ট আকতার ফারুক শাহিনের বিরুদ্ধে পদস্থগিত বিএনপি নেত্রী শিরিনের মামলা দায়ের ঘটনায় বরিশালে প্রতিবাদ ও নিন্দার ঝড় বইছে। বৃহস্পতিবার মামলা দায়েরের পর থেকে প্রেস ক্লাব, রিপোর্টার্স ইউনিটিসহ বরিশালের অধিকাংশ সাংবাদিক সংগঠন তীব্র নিন্দা জানিয়েছে হয়রানিমূলক এ মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে। এছাড়া বরিশাল মেট্রোপলিটন প্রেস ক্লাব, বরিশাল অনলাইন সাংবাদিক ইউনিয়ন, বরিশাল বিভাগীয় প্রেস ক্লাবসহ বিভিন্ন সংগঠন বিবৃতি দিয়ে কঠোর আন্দোলনের হুশিয়ারী দিয়েছে।
বরিশাল মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতি কাজী আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক খলিলুর রহমানসহ সদস্যরা। নেতৃবৃন্দ বিবৃততিতে বলেন, নিউজ হলেই মামলা দেওয়া স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি স্বরূপ ও ফ্যাসিবাদের নমুনা। শিরিন সাংবাদিকের বিরুদ্ধে এই মামলা করে ফ্যাসিবাদের পথেই হাঁটছে। অবিলম্বে এই হয়রানিমূলক মামলা প্রত্যাহার করা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেয়া হয়। পাশাপাশি প্রতিবাদ জানিয়েছে, বরিশাল অনলাইন সাংবাদিক ইউনিয়ন সভাপতি মামুনুর রশীদ নোমানী ও সাধারণ সম্পাদক মামুন অর রশিদ এবং বরিশাল বিভাগীয় প্রেস ক্লাবের সভাপতি শেখ শামীম ও সাধারণ সম্পাদক মোস্তফা কামাল জুয়েলসহ সদস্যরা। নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দায়ের মানে গণমাধ্যমের কণ্ঠরোধ। তাই গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় মানববন্ধন ও সড়ক অবরোধসহ কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন নেতৃবৃন্দ।
এর আগে সিনিয়র সাংবাদিক আকতার ফারুক শাহিনের বিরুদ্ধে পুকুর দখল চেষ্টার নিউজ প্রকাশ করায় মামলা করেছেন দলীয় পদ-পদবী স্থগিত থাকা বিএনপি’র সাবেক এমপি বিলকিস জাহান শিরিন। প্রকাশিত সংবাদের কারনে ৫ কোটি টাকার মানহানী হয়েছে বলে মামলায় অভিযোগ করেছেন শিরিন।
গত বছরের ১১ আগষ্ট সংবাদটি প্রকাশ করে যুগান্তর। সেই সংবাদে নগরীর কয়েক শ’ বছরের পুরোনো ও সাধারণ মানুষের ব্যবহারের একটি পুকুর রাতের অন্ধকারে ভরাট করে দখল চেষ্টার ঘটনা তুলে ধরা হয়েছিল। ৫ আগষ্ট ফ্যাসিষ্ট পতনের পর পুকুর জলাশয় সংরক্ষন আইন-ও অমান্য করে পুকুরটির তিন চতুর্থাংশ ভরাট করে ফেলেন শিরিন ও তার পরিবার। সংবাদ প্রকাশের পর প্রাথমিক তদন্ত শেষে শিরিনের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক পদসহ দলীয় সকল পদ-পদবী স্থগিত করে বিএনপি। একইসাথে দলীয় কর্মকান্ডে অংশগ্রহণেও নিষেধাজ্ঞা দেয় দল।
বৃহস্পতিবার দায়ের করা ওই মামলায় প্রকাশিত সংবাদটিকে মিথ্যা ভিত্তিহীন বলে দাবী করেন শিরিন ওই পুকুরটি তার বাপ-দাদা’র সম্পত্তি উল্লেখ করেছেন। পুকুর দখলের কোন চেষ্টা হয়নি দাবী করেন তিনি। প্রাথমিক শুনানী শেষে মামলার একমাত্র আসামি আকতার ফারুক শাহিনকে আগামী ১ সেপ্টেম্বর আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন আদালত।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।