ভূঁইয়া কামাল, মুলাদী প্রতিনিধি ॥
বরিশালের মুলাদী উপজেলার মুলাদী ইউনিয়নের ২নং ওয়ার্ডে ১২১নং তেরচর ভাঙ্গারমোনা প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ভাঙ্গা সাঁকো দিয়ে পারাপার হতে জনগণের চরম ভোগান্তির সৃষ্টি হচ্ছে। দীর্ঘ দিন ধরে ভাঙ্গা ও নড়েবড়ে সাঁকো দিয়ে চলাচল করছে স্থানীয় বাসিন্দারা।
তেরচর গ্রামের বিশিষ্ট সমাজ সেবক বাচ্চু ভূঁইয়া জানান, মুলাদী সদর ইউনিয়নের ভাঙ্গামোনা গ্রামটি অবহেলিত জনপদ। নড়েবড়ে ও পুরানো গাছের সেতু দিয়ে পারাপার হতে অনেক ঝুঁকিপূর্ণ। শিশুদের বিদ্যালয়ে পাঠিয়ে অভিভাবকেরা অনেকটা আতঙ্কে থাকেন। স্কুলে যাওয়ার সময় সাঁকো থেকে শিশুরা পিছলে পড়ে দুর্ঘটনার শিকার হয়। প্রতিদিন এ সাঁকো দিয়ে শতশত লোক পাড়াপাড় হয়।
তেরচর গ্রামের ব্যবসায়ী আরিফিন জানান, সাঁকোটি অনেক গুরুত্বপূর্ণ। এটা দিয়ে স্কুল-কলেজের শিক্ষার্থী এবং গ্রামের মানুষ বাজারসহ বিভিন্ন স্থানে যাতায়াত করেন। কয়েক বছর ধরে সাঁকোটি নড়েবড়ে থাকায় অনেক কষ্ট করে যাতায়াত করতে হচ্ছে। এলাকার অধিকাংশ মানুষ কৃষির উপর নির্ভর নির্ভরশীল।
ধানের আটি মাথায় নিয়ে এ সাঁকো দিয়ে যেতে হয়। বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের ঝুঁকি নিয়েই এই সাঁকো পাড় হতে
হয়। প্রাথমিক অবস্থায় খালটি ২/৩ হাত ছিল। এখন খালটি ২০/২৫ হাত লম্বা হয়েছে। সাথে সাথে বড় হয়েছে সাঁকোর পরিধি। এলাকা সূত্রে জানা গেছে ঐ সাঁকোর জন্য বিল বরাদ্ধ হয়েছিল তা কোন এক অদৃশ্যে গায়েব হয়ে যায়। মুলাদী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আসাদ শরিফ বলেন, অনেক দিন ধরে সেতুটি নড়েবড়ে অবস্থায় রয়েছে। সংস্কারের জন্য ইউনিয়ন পরিষদের সভায় কয়েকবার উপস্থাপন করা হয়েছে। সংস্কারের জন্য চেষ্টা চলছে।