শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

বেগম রহিমা কলেজের বাংলা ২য় ব্যাচের বিদায় সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক।।

বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে দ্বীপজেলা ভোলার চরফ্যাশন উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বেগম রহিমা ইসলাম কলেজের বাংলা বিভাগের অনার্স ২য় ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
০৭ জুলাই সোমবার দুপুর ১.৩০ টায় কলেজের বাংলা বিভাগের সেমিনার রুমে অনুষ্ঠিত সংবর্ধনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় প্রধান খন্দকার শাহিন আলম। বিভাগের প্রভাষক ইসমাইল হোসেন রাহাতের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক তাপস দেবনাথ, সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক আবদুল্লা আল মামুন, অর্থনীতি বিভাগের প্রভাষক মাসুম বিল্লাহ। উপস্থিত ছিলেন সমাজকর্ম বিভাগের প্রভাষক জাফর ইকবাল , আবদুর রব, বাংলা বিভাগের প্রভাষক মো. নুর উল্লাহ আরিফ, ইসমাইল হোসেন রাহাত, মনির হোসাইন, ফারজানা সখি প্রমূখ
বিদায়ি শিক্ষার্থী নাজিম উদ্দীন বলেন, বিদায় সর্বদাই দীর্ঘশ্বাস ছেড়ে যায়, কেননা ভাব যেখানে প্রবল ভাষা সেখানে রুদ্ধ। আজকের এই সুন্দরতর বিদায়ের ক্ষণে
৪ বছরের প্রতিটা স্মৃতিই যেন হৃদয়ে করাঘাত করছে তবুও চলে যেতে হচ্ছে আমার চিরচেনা সবুজ বিচালীর আঙিনা ছেড়ে।
আরেক বিদায়ি শিক্ষার্থী রাকিব হাসান বলেন, জীবনের সব থেকে সেরা সময়গুলি কাটিয়েছি এই ভালবাসার ক্যাম্পাসে। ক্রিকেটের ২২ গজ পিচ, পুকুর ঘাটে বন্ধুদের সঙ্গে আড্ডা, বৃষ্টির দিনে ফুটবল খেলা, চায়ের কাপে আড্ডা, বন্ধুদের অনেক বেশি মিস করবো। যে বন্ধুরা সব সময় সুখে-দুঃখে পাশে ছিল। বন্ধুরা সবাই নিজ নিজ স্থানে প্রতিষ্ঠিত হোক, ভালো থাকুক, এটাই চাওয়া। আকাশ ভেঙ্গে যখন ঝুম বৃষ্টি নামবে। তখন জানালা দিয়ে আকাশের পানে তাকিয়ে থেকে ক্যাম্পাসের সুন্দর মুহুর্ত ও স্মৃতিগুলি খুঁজে ফিরবো।
অতিথির বক্তব্যে বক্তারা বিদায়ী শিক্ষার্থীদের উন্নত ভবিষ্যৎ কামনা করে বলেন তোমাদের ভবিষ্যত উজ্জল হোক। আগামী দেশ জাতির উন্নতি ও রাষ্ট্রের কল্যাণে তোমাদের অবদান রাখতে হবে। তোমাদেরকে জাতির রাহবার হতে হবে।
অনুষ্ঠান শেষে দোয়া মুনাজাত পরিচালনা করেন মাওলানা আবদুল মান্নান।

আরো পড়ুন

বাবুগঞ্জের ইউএনও’র বদলি স্থগিতের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কে মানববন্ধন

বাবুগঞ্জ প্রতিনিধি।। বরিশালের বাবুগঞ্জ উপজেলার জনপ্রিয়, জনবান্ধব ও মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *