শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক।। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্তি কাঠামো বাতিল করে বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজি মডেলের আদলে স্বতন্ত্র কমিশনের এক দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা।

সোমবার (৭জুলাই) সকালে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই কর্মসূচি হয়। শিক্ষার্থীরা একটি কার্যকর, টেকসই ও স্বায়ত্তশাসিত কমিশন গঠনের দাবি জানান শিক্ষার্থীরা। পরে একই দাবিতে বরিশাল প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে আন্দোলনরতরা।

শিক্ষার্থীরা জানান, প্রতিটি সরকারি প্রকৌশল কলেজের একাডেমিক স্বতন্ত্রতা ও প্রশাসনিক কাঠামো পুনর্গঠনের মাধ্যমে দ্রুত সময়োপোযোগী ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। তাদের দাবি দ্রুত সময়ের মধ্যে মেনে নেওয়া না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়। এসময় বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

বাবুগঞ্জের ইউএনও’র বদলি স্থগিতের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কে মানববন্ধন

বাবুগঞ্জ প্রতিনিধি।। বরিশালের বাবুগঞ্জ উপজেলার জনপ্রিয়, জনবান্ধব ও মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *