শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

মুলাদীর মোকছেদ মেম্বার সড়কের বেহাল দশা জনদুর্ভোগ চরমে

ভূঁইয়া কামাল, মুলাদী প্রতিনিধি ।।
বরিশালের মুলাদী পৌরসভার ৪নং ওয়ার্ড মোকছেদ মেম্বার সড়কের বেহাল দশায় জনদুর্ভোগ চরমে। এ সড়ক দিয়ে থানা স্টেডিয়ামে এলাকার ছেলেরা খেলতে আসা, ওয়ার্ডের বেপারী বাড়ি, হাওলাদার বাড়ি, প্যাদা বাড়ি, লাহারী বাড়ী, দিনিয়া মাদ্রাসা, ইমাম গাজ্জালী মাদ্রাসা, আল-রাজী ইন্টারন্যাশনাল স্কুল, মুলাদী সরকারী কলেজ, মুলাদী মহিলা কলেজ, মুলাদী সরকারী মাহমুদজান মাধ্যমিক বিদ্যালয়, মুলাদী গফুর মল্লিক বালিকা বিদ্যালয়, মুলাদী টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজম্যান্ট কলেজের শিক্ষার্থীসহ প্রতিদিন প্রায় ২-৩ হাজার লোক যাতায়াত করে।
সড়কটি খানাখন্দ হওয়ার কারণে চলাচলের অনুপযোগী হয়েছে। খানাখন্দের কারণে ঐ সড়ক দিয়ে কোন যানবাহন এলাকায় যেতে চায়না। সামান্য বৃষ্টিতে সড়কে জলাবদ্ধার সৃষ্টি হয়। ছোট ছোট কমলমতি শিক্ষার্থীরাসহ বয়স্ক মানুষেরা খানাখন্দের মধ্যে পড়ে পানি আর কাদামাটিতে একাকার হয়ে যায়। সড়কের অবস্থা এত খারাপ ভ্যানের ও অটোরিক্সার ভাড়া বাড়িয়ে দিতে চাইলেও যেতে চায় না।
ওয়ার্ডের বাসিন্দা ও মুলাদী পৌরসভার ছাত্রদলের আহবায়ক সোহানুর রহমান সোহান হাওলাদার বলেন, এ সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার লোকজন, স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন শ্রেণী পেশার জনগণের একমাত্র চলাচলের এই সড়ক। রাস্তাটির বেহাল দশার কারণে কোন ভ্যানগাড়ী, অটোরিক্সা, চলাচলের অনুপোযোগী হয়ে পড়ে। জরুরী প্রয়োজনে এ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিস গাড়ীও এ সড়কে চলতে অনুপোযী হয়ে পড়ে।
তিনি আরো বলেন, মুলাদীর প্রাণ কেন্দ্র মুলাদী গ্রামের এই সড়কটির চার পাশের ভবনগুলোতে প্রায় হাজার হাজার মানুষের বসবাস। রাস্তার মাঝে মাঝে বড় বড় খানাখন্দ, বর্ষা এলেই একহাটু পানি জমে থাকায় পায়ে হেটে যাবে সেই অবস্থাও নেই। তাতে কোন উল্টো বিপদ হয় কিনা। আর শুকনো মৌসুমে পায়ে হেটে যাওয়ায় খানাখন্দের সাথে ধাক্কা খেয়ে বিভিন্ন শরীরের অঙ্গপ্রতঙ্গ আহত হওয়া নিত্যদিনের সঙ্গী। তিনি আরো বলেন, সড়কটি মেরামতের জন্য টেন্ডার পাশ হলেও কাজ এখনও হচ্ছে না।
ইমাম গাজ্জালী রহঃ মাদ্রাসার ছাত্র হাফিজুর রহমানের মা মুকুল বেগম ও  আলরাজী ইন্টারন্যাশনাল স্কুলের ৪র্থ শ্রেণীর ছাত্র মুমতাসিন রিয়া ও নার্সারী মুসতাকিন জাইমের মা মাকসুদা আক্তার বলেন, সড়ক দিয়ে ছেলে মেয়েদের মাসাদ্রা ও স্কুলে নিয়ে যেতে খুবই কষ্ঠ হয়। ওদেরকে শক্তভাবে ধরে রাখলে রাস্তার ভাঙ্গা ও গর্তে পড়ে আহত হয়। খুবই ঝুঁকির মধ্যে দিয়ে এ সড়কে যাতায়াত করতে হয়। প্রথম শ্রেণীর পৌরসভার নাগরিক হয়ে ট্যাক্স, পানির বিল, বিদুৎ বিল পরিশোধ করেও কোন রকম সুবিধা পাচ্ছেনা ওয়ার্ডের বাসিন্দারা। এমনকি এলাকার গর্ভবতী মহিলাসহ কেহ অসুস্থ হলে অটোভ্যান বা রিক্সায় করে তাকে দ্রæত চিকিৎসার জন্য সড়কটি দিয়ে হাসপাতালে নিয়ে যাবে সে অবস্থাও নেই।
এলাকাবাসী পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জোড়ালো দাবি এই সড়কটি দ্রæত সংস্কারের মাধ্যমে মেরামতের ব্যবস্থা করবেন।

আরো পড়ুন

বাবুগঞ্জের ইউএনও’র বদলি স্থগিতের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কে মানববন্ধন

বাবুগঞ্জ প্রতিনিধি।। বরিশালের বাবুগঞ্জ উপজেলার জনপ্রিয়, জনবান্ধব ও মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *