বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

বরিশালে বিএনপি নেতার বিচার চাইলেন ছাত্রদল নেতা

নিজস্ব প্রতিবেদক।। 

বরিশালের গৌরনদীতে এক বিএনপি নেতার বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে অভিযোগ দিয়েছেন অঙ্গসংগঠনের এক নেতা। এতে গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়ন বিএনপির বিলুপ্ত কমিটির যুগ্ম আহবায়ক বাচ্চু প্যাদার বিচার চেয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাবেক সহসভাপতি ও স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সহসভাপতি পদপ্রার্থী তরিকুল ইসলাম।

লিখিত অভিযোগে বলা হয়েছে, উপজেলার মিয়ারচর লঞ্চঘাট ইজারা নিয়েছেন ছাত্রদল নেতা তরিকুল। তিনি সেই ঘাট থেকে টোল আদায় করতে গেলে তাকে ও তার লোকজনকে বাধা দেন বিএনপি নেতা বাচ্চু এবং তার লোকজন। তিনি একাধিক দিন টাকা তুলতে বাধা ও হত্যার হুমকি দিয়েছেন। তাদের বাধার মুখে এক সপ্তাহ ধরে টোল আদায় কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। বাচ্চুর সঙ্গে রয়েছেন তার ভাই ওয়ার্ড বিএনপির প্রভাবশালী কর্মী আক্কাস প্যাদা ও তাদের সহযোগীরা।

এ বিষয়ে বাচ্চু প্যাদা বলেন, তরিকুল নিজে লঞ্চঘাটের ইজারার টাকা না তুলে আওয়ামী লীগের লোকজন দিয়ে উঠাচ্ছেন। এ কারণে তাদের বাধা দেওয়া হয়েছে।

লিখিত অভিযোগ পাওয়ার তথ্য নিশ্চিত করে ইউএনও ও পৌর প্রশাসক রিফাত আরা মৌরি বলেন, ইজারার টাকা উত্তোলনে বাধা দেওয়ার অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরো পড়ুন

’৬৯ এর গণঅভ্যূত্থানে শহীদ বরিশাল একে স্কুলের শিক্ষার্থী আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক।। ’৬৯ এর গণ অভ্যূত্থানে বরিশাল বিভাগের প্রথম শহীদ মোহাম্মদ আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ, ২৮ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *