নিজস্ব প্রতবেদক
সাগর-রুনিসহ সকল সাংবাদিক হত্যার বিচার, নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ও দশম ওয়েজ বোর্ড গঠন এবং অন্যায়ভাবে চাকরিচ্যুত সাংবাদিকদের পুনর্বহালের দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সাগর-রুনিসহ সকল সাংবাদিক হত্যার বিচার, নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ও দশম ওয়েজ বোর্ড গঠন এবং অন্যায়ভাবে চাকরিচ্যুত সাংবাদিকদের পুনর্বহালের দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার (১ নভেম্বর) বেলা ১২ টায় বরিশাল প্রেসক্লাবের সমনে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়ন (বিজেডইউজে) আয়োজনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হীরার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বরিশাল ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সাবেক সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন সুমন, সিনিয়র সাংবাদিক কমল সেন গুপ্ত,
বরিশাল প্রেসক্লাবের সহ সাধারণ সম্পদ ও জেলা সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি এম মোফাজ্জেল, বরিশাল প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ সুখেন্দু এদবর এবং সাংবাদিক ইউনিয়নের দপ্তর সম্পাদক মামুন-অর-রশিদ সহ অন্যান্য নেতৃবৃন্দ। বিক্ষোভ সমাবেশ বক্তারা বলেন,
সাগর-রুনিসহ সকল সাংবাদিক হত্যার বিচার, নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ও দশম ওয়েজ বোর্ড গঠন এবং অন্যায়ভাবে চাকরিচ্যুত সাংবাদিকদের পুনর্বহাল করতে হবে।
বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ভিন্ন মানসিকতার থাকার কারণে যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের চাকরিচ্যুত করা হয়েছে, তাদেরকে দ্রুত পূর্ণবহালের দাবি জানিয়েছেন নেতৃবৃন্দ।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।