শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

ইন্দুরকানীতে ১৫ বছর পর উপজেলা বিএনপির সম্মেলন

মোঃ রাসেল হাওলাদার, ইন্দুরকানী পিরোজপুর প্রতিনিধি।।

পিরোজপুরের ইন্দুরকানীতে দীর্ঘ ১৫ বছর পর ১০ জুলাই উপজেলা বিএনপির সম্মেলণ অনুষ্ঠিত হয়েছে,সম্মেলনে মোঃ ফরিদ আহম্মেদ—সভাপতি, মোঃ আব্দুর রাজ্জাক হাওলাদার—সাধারণ সম্পাদক এবং এইচ এম ফারুক হোসাইন সাংগঠনিক সম্পাদক নিবার্চিত হয়েছেন।

বৃহস্পতিবার উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে অনুষ্ঠিত উপজেলা বিএনপির সম্মেলনে ভোটাররা উৎসবমুখর পরিবেশে তাদের ভোট প্রদান করেন,দীর্ঘ ১৫ বছর পর বিএনপির নেতাকর্মীরা সরাসরি ভোটের মাধ্যমে নেতা নিবার্চিত করতে পেরে তারা আনন্দিত,ইন্দুরকানী উপজেলার ৫টি ইউনিয়নের মধ্যে ৪ ইউনিয়নে কাউন্সিলের মাধ্যমে ৭১ সদস্য বিশিষ্ট ইউনিয়ন কমিটির ২৮৪ জন ভোটারের মধ্যে ২৭৪ জন ভোটার তাদের মূল্যবান ভোট প্রদান করেন।

আর একটি ইউনিয়ন বালিপাড়ায় দলের অভ্যন্তরীন কোন্দলের কারণে সরাসরি ভোটে ওয়ার্ড কমিটি গঠনের পরও কাউন্সিল স্থগিত থাকায় তারা ভোটে অংশগ্রহন করতে পারেনি,সম্মেলনে উপজেলার পাড়েরহাট, চন্ডিপুর, পত্তাশী ও ইন্দুরকানী সদর নিয়ে উপজেলা বিএপির কাউন্সিল অনুষ্ঠিত হয়।

সম্মেলন পরিচালনা করেন কেন্দ্রীয় কমিটির সহ—পরিবেশ বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপি প্রস্তুত কমিটির আহ্বায়ক রওনাকুল ইসলাম টিপু,উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোঃ ফরিদ আহম্মেদ এর সভাপতিত্বে ও সাবেক সদস্য সচিব আলমগীর কবির মান্নুর সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির সদস্য এলিজা জামান, জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, যুগ্ম সদস্য সচিব শেখ রিয়াজ উদ্দিন রানা প্রমুখ।

উপজেলা বিএনপির নবনিবার্চিত সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক হাওলাদার জানান, দীর্ঘ ১৫ বছর পর উৎসবমুখর পরিবেশে ভোট প্রদানের মাধ্যমে যারা আমাকে নিবার্চিত করেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ,আর যারা পরাজিত হয়েছে তাদেরকে সাথে নিয়ে কাজ করতে চাই। জিয়ানগর (ইন্দুরকানী) উপজেলাকে চাঁদাবাজ, সন্ত্রাস ও মাদকমুক্ত রাখতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো। উপজেলার সকল নেতাকর্মীকে সাথে নিয়ে দলকে সু—সংগঠতি করতে চাই,
আগামী জাতীয় সংসদ নিবার্চনে উপজেলাবাসী যাতে নির্বিঘ্নে ধানের শীষে ভোট প্রদান করতে পারে সেজন্য সুষ্ঠু পরিবেশ তৈরিতে কাজ করে যাবো।

আরো পড়ুন

ঝালকাঠিতে খবরেরকাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন

জাহাঙ্গীর আলম।। দৈনিক খবরের কাগজ–এর স্বেচ্ছাসেবী সংগঠন ‘বন্ধুজন’–এর ঝালকাঠি জেলা কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *