বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

নৌবাহিনীর অভিযান বামনায় ১৭৮ পিচ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

গোলাম কিবরিয়া, বরগুনা প্রতিনিধি।।
আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকান্ড  দমনে বাংলাদেশ নৌবাহিনী দায়িত্বপূর্ণ এলাকাসমূহে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দিবাগত রাতে বরগুনা জেলার বামনা উপজেলার সদর ইউনিয়নের সোনাখালী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে বাংলাদেশ নৌবাহিনী। এসময় অভিযানে চিহ্নিত মাদক কারবারি মো: আল আমিন (৩২) ও মো: তরিকুল ইসলাম মামুন নামের দুইজনকে আটক করে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ১৭৮ পিস ইয়াবাসহ অবৈধ কাজে ব্যবহৃত ০১ টি ডিসকভার মোটর সাইকেল, ০১ টি ব্যাটারি চালিত অটোরিক্সা, ০৩ টি মোবাইল ফোন এ মানিব্যাগসহ ১৩৫০ টাকা উদ্ধার  করা হয়। পরবর্তীতে জব্দকৃত মালামালসহ আটককৃত ব্যক্তিদ্বয়কে বামনা থানায় হস্তান্তর করা হয়।
এ বিষয়ে বামনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: হারুন অর রশীদ হাওলাদার বলেন, গ্রেফতারকৃত দুই মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রজু করে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। তারা দীর্ঘদিন ধরে এলাকায় এ মাদক কারবারি করে আসছে।
নৌবাহীন বামনা কন্টিজেন্ট জানান, বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী নিজস্ব দায়িত্বপ্রাপ্ত গুরুত্বপূর্ণ এলাকাসমূহে অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক ও সন্ত্রাস নির্মূলে কঠোর অভিযান ও টহল অব্যাহত রাখবে।

আরো পড়ুন

বিদ্যুৎ বিভ্রাটে নাকাল বরিশালবাসী

ফাহিম ফিরোজ, বরিশাল : বরিশাল নগরীতে বিদ্যুৎ বিভ্রাট যেন নিত্যদিনের রুটিনে পরিণত হয়েছে। দিনে–রাতে নির্বিচারে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *