নিজস্ব প্রতিবেদক।।
পুরান ঢাকার ব্যবসায়ী সোহাগ হত্যা মামলার প্রাথমিক ছায়া তদন্তে চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন র্যাব ফোর্সেস এর মহাপরিচালক একেএম শহিদুর রহমান।
শনিবার সকালে রাজধানীর কারওরান বাজার র্যাবের মিডিয়া সেন্টারে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান।
তিনি জানান, সোহাগ হত্যার ঘটনায় আরও ২জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদেরকে আইনের আওতায় আনার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
তিনি বলেন, যারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তারা কোন দলের, কোন গ্রুপের তা আমাদের কাছে মুখ্য বিষয় নয়। আমরা অপরাধীকে অপরাধী হিসাবেই দেখবো। এ খুনের সঙ্গে যারাই জড়িত থাকুক তাদের আইনের আওতায় আনা হবে।
তিনি আরও বলেন, মব ভায়োলেন্স কোনোভাবেই মানা হবে না। র্যাব আইনশৃঙ্খলা রক্ষায় মাঠে কাজ করছে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।