শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

পটুয়াখালীতে ইয়াবাসহ যুবলীগ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক।। 

পটুয়াখালীর বাউফলে ইয়াবাসহ হারুন মৃধা (৪৬) নামের এক ইউপি সদস্য ও যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বাউফল উপজেলার নওয়ামালা ইউনিয়ন পরিষদের ১নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এবং ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ও ওয়ার্ড যুবলীগের সভাপতি।

গতকাল (১১জুলাই) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার নওমালা ইউনিয়নের সোলাবুনিয়া বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ২৫পিস ইয়াবা উদ্ধার করা হয়।

জানা যায়, হারুন মৃধা নওয়ামালার নিজ বটকাজল এলাকার বাসিন্দা ও মৃত হাফেজ আলী মৃধার ছেলে। স্থানীয়দের অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িত। এলাকায় বাউফল উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নওয়ামালা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামাল হোসেন বিশ্বাসের অপরাধ জগতের খলিফা হিসেবে পরিচিত ছিলেন তিনি।

বাউফল থানার(ওসি) আকতারুজ্জামান সরকার বলেন, হারুন মৃধার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হবে।

আরো পড়ুন

ঝালকাঠিতে খবরেরকাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন

জাহাঙ্গীর আলম।। দৈনিক খবরের কাগজ–এর স্বেচ্ছাসেবী সংগঠন ‘বন্ধুজন’–এর ঝালকাঠি জেলা কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *