শনিবার, ডিসেম্বর ১৩, ২০২৫
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 37;

সাংবাদিকদের সাথে জামায়াতের মতবিনিময় সভা

বুলবুল আহমেদ, রাজাপুর প্রতিনিধি।।
ঝালকাঠির রাজাপুরে বাংলাদেশ জামায়াত ইসলামি রাজাপুর উপজেলা শাখা সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল সাড়ে পাঁচটায় জামায়াত ইসলামির রাজাপুরের প্রধান কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াত ইসলামী আমীর মাওলানা কবির হোসেন, নায়েবে আমীর মাস্টার ইউসুফ আলী, সেক্রেটারি মাওলানা নেছার উদ্দিন প্রমূখ।
সাংবাদিক দের মধ্যে উপস্থিত ছিল রাজাপুর রিপোটার্স ইউনিটির সভাপতি মঈনুল হক লিপু মাতুব্বর, সাংবাদিক ক্লাবের সভাপতি রহিম রেজা,রাজাপুর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মতিউর মামুন,আমার দেশ রাজাপুর প্রতিনিধি বুলবুল আহমেদ, আমিনুল ইসলাম, কামরুল রানা,দুলাল তেওয়ারি প্রমূখ।
মতবিনিময় সভায় রাজাপুরের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। তারা গণমাধ্যমের স্বাধীনতা, তথ্যপ্রাপ্তির অধিকার এবং সাংবাদিকদের নিরাপত্তা বিষয়েও বিভিন্ন মতামত তুলে ধরেন।
উপজেলা জামায়াত ইসলামি আমীর মাওলানা কবির হোসেন মতবিনিময় শুরুতে  মিটফোর্ডের সামনে ব্যবসায়ীকে হত্যার ঘটনার নিন্দা জানান।১৯ জুলাই ঢাকায় জামায়াতের মহাসমাবেশ রাজাপুরের সকল স্তরের জনগনকে স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ এর আহবান জানান।
তিনি আরও বলেন, আমরা মুক্ত গণমাধ্যমে বিশ্বাসী। আমরা চাই, গণমাধ্যমকর্মীরা অবরুদ্ধ অবস্থায় থেকে বেরিয়ে স্বাধীন সাংবাদিকতা করুক। সাংবাদিকরা সত্যকে সত্য আর মিথ্যাকে মিথ্যা বলে তাঁদের লেখনীর মাধ্যমে তুলে ধরবেন এটাই আমাদের কাম্য। দেশের ধর্ম-বর্ণনির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করতে জামায়াতে ইসলামী বদ্ধপরিকর। মানবতার সেবা ও দেশ পরিচালনার যোগ্যতা অর্জনের ভিশন নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরো পড়ুন

বিলবোর্ড নামিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন দাঁড়িপাল্লার প্রার্থী

নিজস্ব প্রতিবেদক নির্বাচনী আচরণবিধি রক্ষায় নিজ হাতে নিজের বিলবোর্ড নামিয়ে দৃষ্টান্ত স্থাপন করছেন বরিশাল-৫ (সদর) …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *