রিয়াজ ফরাজি।।
শহীদ জিয়ার ছবি অবমাননা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও কটুক্তির প্রতিবাদে বোরহানউদ্দিন উপজেলা যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭জুলাই) সকাল ১০টায় বোরহানউদ্দিন উপজেলা যুবদলের অঙ্গ সংগঠনের উদ্যোগে এ প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়।
বিভিন্ন ইউনিয়ন থেকে যুবদলের খন্ড খন্ড মিছিল নিয়ে বোরহানউদ্দিন উপজেলা বিএনপির কার্যালয়ে এসে জড়ো হন। পরে মিছিলটি বোরহানউদ্দিন বাজার চৌরাস্তা গিয়ে শেষ হয়।
এর আগে উপজেলা বিএনপির কার্যালয়ে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সঞ্চালনা করেন বোরহানউদ্দিন উপজেলা যুবদলের সদস্য সচিব জসিম উদ্দীন খাঁন।
এতে বক্তব্য রাখেন – বোরহানউদ্দিন উপজেলা যুবদলের আহবায়ক শিহাব উদ্দিন হাওলাদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান শাহিন, যুগ্ম আহ্বায়ক ফকরুল আলম মিঠু, যুগ্ম আহ্বায়ক কাজী মো. রুবেল, কবির নক্তি সহ যুবদলের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, দেশের জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতে সরকার মিথ্যা প্রচারণা ও কটুক্তির আশ্রয় নিয়েছে। কিন্তু ষড়যন্ত্র করে জনগণের ভালোবাসা থেকে বিএনপি নেতাদের দূরে সরিয়ে রাখা যাবে না।
এ সময় বোরহানউদ্দিন উপজেলা যুবদলের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের যুবদলের অঙ্গ সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। তারা সকল ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।