মহিপুর প্রতিনিধি।।
পটুয়াখালীর কুয়াকাটা শুঁটকি মার্কেটে একরাতে চারটি দোকানে চুরির ঘটনা ঘটেছে। রবিবার (৬ জুলাই) দিবাগত রাতে এই চুরির ঘটনা ঘটে। এতে ব্যবসায়ীদের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।
চুরিকৃত দোকানগুলোর মধ্যে ওমর ফারুকের দোকান থেকে চুরি হয়েছে ১,৮০০ টাকা, সুমনের দোকান থেকে ১,৬৫০ টাকা, ইউসুফ খলিফার দোকান থেকে কিছু নগদ টাকা ও বিভিন্ন মালামাল, এবং আব্দুল গণি হাওলাদারের চায়ের দোকান থেকে চুরি হয়েছে ৪ হাজার টাকা।
চুরির পরদিন দুপুরে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তিনজন সন্দেহভাজনকে শনাক্ত করেন ব্যবসায়ীরা। পরে স্থানীয়দের সহায়তায় তাদের আটক করে মহিপুর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
আটককৃতরা হলেন, বরগুনার আমতলী উপজেলার আরপাসোশিরা গ্রামের মো. সিয়াম (১৬), বরিশালের কোতোয়ালি থানার রসুলপুর এলাকার জহির হাওলাদার (১৮) এবং কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ গ্রামের মো. বাবুল মিয়া (৪০)।
স্থানীয় ব্যবসায়ীরা অভিযোগ করেন, সম্প্রতি কুয়াকাটায় চোরচক্রের তৎপরতা বেড়েছে। তারা নিয়মিতভাবে মোবাইল ফোন, বৈদ্যুতিক মোটর ও অন্যান্য মূল্যবান সামগ্রী চুরি করে আসছে। ঘটনার মাত্র দুই দিন আগেও একই এলাকায় আরেকটি দোকানে চুরির ঘটনা ঘটেছিল।
এ বিষয়ে কুয়াকাটা শুঁটকি মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সোহেল মাহমুদ বলেন, চুরির ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে নিরাপত্তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। দ্রুত সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি, যাতে ভবিষ্যতে কেউ এমন অপরাধ করতে সাহস না পায়।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, চুরির ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। লিখিত অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।