বানারীপাড়া প্রতিনিধি।।
বানারীপাড়ায় আগামী ২০ জুলাই অনুষ্ঠেয় উপজেলা ও পৌর বিএনপির ত্রি-বার্ষিক কাউন্সিলকে কেন্দ্র করে দলের নেতা-কর্মী ও সমর্থকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে। কাউন্সিলকে কেন্দ্র করে উপজেলা,একমাত্র পৌরসভা ও ৮ টি ইউনিয়ন বিএনপির কার্যালয়গুলোতে নেতা-কর্মীদের ব্যাপক উপস্তিতি লক্ষ্য করা যাচ্ছে।দলীয় নেতা কর্মী ও বিএনপি সমর্থকেরা একে অপরের সাথে কাউন্সিল নিয়ে বিভিন্ন আলোচনায় মেতে উঠেছে।কাউন্সিলে গুরুত্বপূর্ণ পদ পদবি প্রত্যাশিরা ভোটারদের সাথে যোগাযোগ শুরু করেছেন।
বানারীপাড়া উপজেলা ও পৌর বিএনপির সভাপতি,সাধারণ সম্পাদক ও সাংগাঠনিক সম্পাদকসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন পদপদবি পেতে পদ প্রত্যাশীরা দৌড়ঝাঁপ শুরু করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাদের অনুসারী,কর্মী-সমর্থকরা সম্ভাব্য প্রার্থীদের ছবিসহ দলের দুঃসময়ের বিভিন্ন কর্মকান্ড ও অবদানের কথা তুলে ধরে তাদের পক্ষে প্রচার-প্রচারণা চালাচ্ছেন। অনেকে ফেসবুকে নিজের প্রার্থীতার জানান দিয়ে কাউন্সিলের ভোটারসহ অন্যান্য নেতা-কর্মী ও সমর্থকদের নিকট দোয়া চেয়েছেন।
গত (১৩ জুলাই) বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনে ২০০৮ এবং ২০১৮ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে দলের প্রার্থী কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য এস. সরফুদ্দিন আহমেদ সান্টুর উপস্থিতিতে তার বাসভবনে বানারীপাড়া ও উজিরপুর উপজেলা ও পৌর বিএনপির কাউন্সিল বিষয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় বরিশাল জেলা বিএনপির (দক্ষিণের) আহবায়ক আবুল হোসেন খান ও সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহিনসহ জেলার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।সভায় আগামী ২০ জুলাই বানারীপাড়া উপজেলা ও পৌর বিএনপির এবং ২১ জুলাই উজিরপুর উপজেলা ও পৌর বিএনপির কাউন্সিলের দিনক্ষণ নির্ধারন করা হয়।
উপজেলার ৮ ইউনিয়ন শাখা বিএনপির পুর্নাঙ্গ কমিটির ভোটে উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং পৌরসভার ৯ ওয়ার্ডের দলের পুর্নাঙ্গ কমিটির ভোটে পৌর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হবে।আসন্ন কাউন্সিলে উপজেলা বিএনপির সভাপতি পদে বর্তমান কমিটির আহবায়ক মো. শাহ আলম মিঞা ও যুগ্ম আহবায়ক মো. মঞ্জুর খান, সাধারণ সম্পাদক পদে বর্তমান সদস্য সচিব রিয়াজ উদ্দিন আহমেদ মৃধা ও সাবেক সাধারণ সম্পাদক গোলাম মাহমুদ মাহাবুব মাষ্টার সিভি জমা দিয়েছেন বলে দলীয় সুত্রে জানা গেছে। পৌর বিএনপির সভাপতি পদে বর্তমান আহবায়ক আহসান কবির নান্না হাওলাদার, সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুস সালাম ও যুগ্ম আহবায়ক আলমগীর হোসেন মাঝি এবং সাধারণ সম্পাদক পদে বর্তমান সদস্য সচিব মো, হাবিবুর রহমান জুয়েল,ছাত্রদল নেতা মোঃ মৃদুল সিভি জমা দিয়েছেন। এদের বাহিরেও সাংগাঠনিক সম্পাদকপদসহ অন্যান্য পদে কেউ কেউ প্রার্থী হতে পারেন।
উল্লেখ্য ২০১৭ সালে বানারীপাড়া উপজেলা ও পৌর বিএনপির সর্বশেষ ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়।কাউন্সিলে এস.সরফুদ্দিন আহমেদ সান্টু বানারীপাড়া উপজেলা বিএনপির সভাপতি ও রিয়াজ উদ্দিন আহমেদ মৃধা সাধারণ সম্পাদক এবং আহসান কবির নান্না হাওলাদার পৌর বিএনপির সভাপতি ও আব্দুস সালাম সাধারণ সম্পাদক নির্বাচিত হন।পরে ২০২২ সালে মো. শাহে আলম মিঞাকে আহবায়ক ও রিয়াজ উদ্দিন আহমেদ মৃধাকে সদস্য সচিব করে উপজেলা বিএনপি এবং আহসান কবির নান্না হাওলাদারকে আহবায়ক,আঃ সালামকে সিনিয়র যুগ্ম আহবায়ক ও হাবিবুর রহমান জুয়েলকে সদস্য সচিব করে পৌর বিএনপির আহবায়ক কমিটি গঠন করা হয়। গত তিন বছর ধরে উপজেলা ও পৌর বিএনপির এ আহবায়ক কমিটি দায়িত্ব পালন করছে আসছে।উক্ত উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ উপজেলার ৮ ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ডে বিএনপির পুর্নাঙ্গ কমিটি দিয়েছেন এবং সে কমিটিই কার্যকর রয়েছে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।