শনিবার, ডিসেম্বর ২৮, ২০২৪
accident-in-Afghanistan
accident-in-Afghanistan

আফগানিস্তানে পৃথক সড়ক দুর্ঘটনায় ৫২ জন নিহত

বাংলাদেশ বাণী ডেস্ক॥

আফগানিস্তানে পৃথক সড়ক দুর্ঘটনায় ৫২ জন নিহত ও ৬৫ জন আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার আফগানিস্তানের তালেবান সরকারের মুখপাত্র এই তথ্য নিশ্চিত করেছেন।

গতকাল বুধবার গভীর রাতে দেশটির মধ্যাঞ্চলীয় গজনি প্রদেশে দুর্ঘটনা দুটি ঘটে। প্রদেশটির তথ্য ও সংস্কৃতিবিষয়ক প্রধান হামিদুল্লাহ নিসার এক্সে (সাবেক টুইটার) জানান, গজনি প্রদেশের মধ্য দিয়ে যাওয়া একটি মহাসড়কে দুর্ঘটনা দুটি ঘটে।

রাজধানী কাবুল ও কান্দাহার প্রদেশের কান্দাহার শহরকে যুক্ত করেছে মহাসড়কটি। তবে কোন দুর্ঘটনায় কতজন নিহত-আহত হয়েছেন, তা পৃথকভাবে উল্লেখ করেননি হামিদুল্লাহ নিসার।

তালেবান সরকারের প্রধান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, ‘আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানতে পেরেছি যে কাবুল-কান্দাহার মহাসড়কে দুটি মারাত্মক দুর্ঘটনা ঘটেছে। এতে আমাদের দেশের ৫২ জন নাগরিক নিহত ও ৬৫ জন আহত হয়েছেন।’

তথ্য ও সংস্কৃতি-বিষয়ক প্রাদেশিক প্রধান নিসার বলেন, গজনির মধ্যাঞ্চলের শাহবাজ গ্রামের কাছে একটি জ্বালানি ট্যাংকারের সঙ্গে একটি বাসের সংঘর্ষ হয়। অন্যদিকে পূর্বাঞ্চলীয় জেলা আন্দারে একটি ট্রাকের সঙ্গে একটি বাসের সংঘর্ষ হয়।

দুর্ঘটনার পর উদ্ধারকারীরা ঘটনাস্থলে যান। তাঁরা আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে নেন। আহত ব্যক্তিদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানান প্রদেশটির তথ্য ও সংস্কৃতিবিষয়ক প্রধান নিসার।

আফগানিস্তানে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে। বছরের পর বছর ধরে সংঘাতের কারণে দেশটির সড়কের অবস্থা নাজুক। চালকেরা মহাসড়কে বিপজ্জনকভাবে গাড়ি চালান, তা ছাড়া দেশটিতে আইনকানুনের অভাব আছে।

গত মার্চ মাসে দেশটির দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশে একটি বাস ও একটি ফুয়েল ট্যাংকের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে আগুন ধরে যায়। এতে ২০ জন নিহত ও ৩৮ জন আহত হন।

২০২২ সালের ডিসেম্বরে দেশটিতে আরেকটি মারাত্মক সড়ক দুর্ঘটনা ঘটেছিল। সেই দুর্ঘটনায় ৩১ জন নিহত হয়েছিলেন। আহত হয়েছিলেন অনেকে।

আরো পড়ুন

vola

ভোলায় মাদ্রাসার ছাদ থেকে পড়ে ছাত্রের মৃত্যু

বাংলাদেশ বাণী ডেস্ক॥ ভোলায় মাদ্রাসার ছাদ থেকে পাইপ বেয়ে নিচে নামার সময় পড়ে গিয়ে সুলাইমান …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *