বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

বরিশালে এসআই মাহবুব হোসেন শিমুল ক্লোজড

নিজস্ব প্রতিবেদক।। 

অন্যের স্ত্রী নিয়ে ঘুরতে যাওয়ার ঘটনায় বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া থানার উপ পরিদর্শক (এসআই) মাহবুব হোসেন শিমুলকে ক্লোজড করা হয়েছে।

শুক্রবার (১৮জুলাই) রাতে তথ্য নিশ্চিত করেছেন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল নিশাত।

তিনি বলেন, শৃঙ্খলা পরিপন্থি কাজের অভিযোগ ওঠায় মাহবুব হোসেন নামে এক উপ পরিদর্শককে ক্লোজড করা হয়েছে। তাকে মেট্রোপলিটন পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় প্রেমিকা নিয়ে নগরীর বেলস পার্কে ঘুরতে যান মাহবুব। এসময়ে ওই নারীর স্বামী তাদের হাতেনাতে আটক করে। স্থানীয়দের তোপের মুখে পড়ে ওই নারীকে রেখে সটকে পড়েন এসআই মাহবুব। এ ঘটনার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিষয়টি মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে এলে তাকে শুক্রবার থানা থেকে ক্লোজড করা হয়।

আরো পড়ুন

’৬৯ এর গণঅভ্যূত্থানে শহীদ বরিশাল একে স্কুলের শিক্ষার্থী আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক।। ’৬৯ এর গণ অভ্যূত্থানে বরিশাল বিভাগের প্রথম শহীদ মোহাম্মদ আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ, ২৮ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *