আযাদ আলাউদ্দীন ।।
গত বছর এই মাসে সারাদেশের মতো বরিশালের ছাত্রজনতা ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে লড়াইয়ে নেমে এসেছিলো। ১৫ জুলাই বরিশালের সংগ্রামী নারীরাও যুক্ত হয়েছিলো ফ্যাসিস্ট তাড়ানোর লড়াইয়ে। গত বছরের টার্গেট ছিলো গণভবন, এবারের টার্গেট সংসদ ভবন। আমরা আপনাদের সাথে নিয়ে সংসদে যাবো ইনশাআল্লাহ।
১৫ জুলাই মঙ্গলবার রাতে বরিশাল নগরীর ফজলুল হক অ্যাভিনিউতে এনসিপি বরিশাল জেলা ও মহানগর আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক মো: নাহিদ ইসলাম।
নাহিদ ইসলাম আরো বলেন, আমরা ফ্যাসিস্ট পতনের পর আশা করেছিলাম, বৈষম্য দূর হবে, চাঁদাবাজ, সন্ত্রাস দূর হবে। কিন্তু আমরা লক্ষ্য করছি যে, রাজনৈতিক দলগুলোর হাতে রক্তের দাগ লেগে আছে। আমরা দেখছি সবাই খুনাখুনিতে লিপ্ত রয়েছে। আমরা রাজনৈতিক হানাহানিমুক্ত দেশ দেখতে চেয়েছিলাম। চাঁদামুক্ত দেশ দেখতে চেয়েছি। বরিশালে আরেকজন শেরেবাংলা জন্ম নিবে ইনশাআল্লাহ। নাহিদ অভিযোগ করে বলেন, নতুন বাংলাদেশেও নির্বাচন কমিশনকে দলীয়করণ করা হয়েছে। তিনি আরো বলেন, খুনি ফ্যাসিস্ট বাহিনির মার্কা ইলেকশন কমিশন এখনও ধরে রেখেছে কিন্তু এনসিপিকে মার্কা দিতে গড়িমসি করছে। ইলেকশন কমিশনের ইনটেশন কিন্তু ভালো নয়। আমরা বরিশালবাসীকে সাথে নিয়ে সকল ষড়যন্ত্র রুখে দিতে চাই।
বরিশাল নগরীর ফজলুল হক এভিনিউতে এই পথসভায় সভাপতিত্ব করেন এনসিপির বরিশাল জেলার প্রধান সমন্বয়কারী আবু সাঈদ মুসা।

এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসানাত আব্দুল্লাহ বলেন, মাত্র একজন কমিশনারের ভিন্ন মতের জন্য এনসিপিকে শাপলা প্রতীক দিচ্ছে না নির্বাচন কমিশন। তিনি এ ক্ষেত্রে নির্বাচন কমিশনের দ্বিচারিতার অভিযোগ করেন। হাসানাত অভিযোগ করে বলেন, নির্বাচন কমিশনার আওয়ামীলীগকে নির্বাচনে অংশগ্রহণ করানোর পায়তারা করছে। তাইতো তারা স্বশরীরে ছাড়াও নির্বাচনী হলফনামা জমাদানের সুযোগ রাখতে চাইছে। আমরা চাইছিলাম স্বশরীরে এসে প্রার্থীকে হলফনামা জমা দিতে হবে। কিন্তু নির্বাচন কমিশন কোন ষড়যন্ত্রের কারণে স্বশরীরে না এসেও হলফনামা প্রদানের ব্যবস্থা রাখতে চাইছে। হাসানাত নির্বাচন কমিশন হুঁশিয়ার করে বলেন, হুদা কমিশনের পরিণতি আপনারা ভুলে যাবেন না।
এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম আগামী ৩রা আগস্ট সারাদেশের মানুষের মুক্তির সনদ জুলাইয়ের ঘোষণাপত্র আদায়ের লক্ষ্যে ঢাকায় কেন্দ্রীয় শহিদ মিনারে সমাবেশে বরিশালবাসীকে আসার আহ্বান জানান।
এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের সঞ্চালনায় পথসভায় বরিশাল জেলা ও মহানগরের সমন্বয়বৃন্দ ছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, আরিফুল ইসলাম আদিব, ডা. তাসনিম জারা, যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা আলম মিতুপ্রমুখ।

Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।