জেলা প্রতিনিধি ভোলা।।
ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থী, শিক্ষক ও পাইলটসহ যাঁরা অকালপ্রয়াত হয়েছেন, তাঁদের রুহের মাগফিরাত এবং বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন শতাধিক আহত শিক্ষার্থীর দ্রুত সুস্থতা কামনা করে ভোলায় ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে এক বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
আজ সালাতুল আসরের পর অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্রশিবির ভোলা শহর শাখার সভাপতি আব্দুল্লাহ আল আমিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক সোহেল রানা।
আরও উপস্থিত ছিলেন শহর অর্থ সম্পাদক মাওলানা আল আমিন ,এবং পৌরসভা শাখার সভাপতি জিহাদ হোসেন সহ প্রমুখ।
প্রধান অতিথি বলেন, “এই মর্মান্তিক দুর্ঘটনা সমগ্র জাতিকে শোকাহত করেছে। নিহতদের পরিবারের পাশে দাঁড়ানো এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে রাষ্ট্র ও সমাজের সমন্বিত উদ্যোগ একান্ত প্রয়োজন।”
দোয়া ও মোনাজাতে নিহতদের আত্মার মাগফিরাত, আহতদের দ্রুত আরোগ্য এবং তাঁদের পরিবারের জন্য ধৈর্য ও সহনশীলতা কামনা করা হয়।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।