শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫
jalokhati

ঝালকাঠিতে ছাত্রদলের প্রতিবাদ মিছিল ও অবস্থান কর্মসূচি

ঝালকাঠি প্রতিনিধি।।
আওয়ামী লীগের ষড়যন্ত্র ও ফ্যাসিবাদের বিরুদ্ধে ঝালকাঠিতে প্রতিবাদ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করছেন জেলা ছাত্রদল। রোববার (১০ নভেম্বর) দুপুরে শহরের ফায়ার সার্ভিস মোড়ে প্রতিবাদ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেন তারা।

এসময় বক্তব্য রাখেন, জেলা ছাত্র দলের সভাপতি আরিফুর রহমান খান, সাধারণ সম্পাদক গিয়াস সরদার দিপু, যুগ্ম সাধারণ সম্পাদক আলী হাসান, যোবায়ের তালুকদার মিশকাত প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, স্বৈরাচারী শেখ হাসিনার দোসরদের সকল ষড়যন্ত্র প্রতিহত করতে হবে এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগকে গ্রেফতার করে অবিলম্বে বিচারের আওতায় আনতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্পের ছবি নিয়ে শেখ হাসিনার বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে বলেন, জনগণের সরকারকে আন্তর্জাতিকভাবে প্রশ্নবিদ্ধ করতে শেখ হাসিনা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। আওয়ামী লীগের সকল ষড়যন্ত্র রুখে দিতে ছাত্রদলের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকার আহ্বান জানান।

আরো পড়ুন

বাবুগঞ্জের ইউএনও’র বদলি স্থগিতের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কে মানববন্ধন

বাবুগঞ্জ প্রতিনিধি।। বরিশালের বাবুগঞ্জ উপজেলার জনপ্রিয়, জনবান্ধব ও মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *