বিশেষ প্রতিবেদক।।
ভোলার তজুমদ্দিনের লামছি শম্ভুপুর গ্রামে কবির(৩৫) নামের বাক প্রতিবন্ধী যুবককে হত্যার পর পরিত্যক্ত পুকুরে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড বলে দাবী করেছেন স্বজনরা।
এ ঘটনায় নিহতের লাশ উদ্ধার করেছে তজুমদ্দিন থানা পুলিশ।
শুক্রবার ১জুলাই সকালে উপজেলার লামছি শম্ভুপুর গ্রামের ৭নং ওয়ার্ডের রাড়ী বাড়িতে এ ঘটনা ঘটে। প্রতিবেশী রাবেয়া বেগম জানান, তিনি থালা বাসন ধৌত করতে পরিত্যক্ত পুকুরে যান,সেখানে ছোট মাছের ছোটাছুটি দেখে সেদিকে গিয়ে লাশ দেখতে পেয়ে অজ্ঞান হয়ে পড়েন। পরে লোকজন এসে থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করেন।
নিহতের মা রোকেয়া বেগম বলেন, মঙ্গলবার সন্ধ্যা থেকে তার ছেলে নিখোঁজ রয়েছে। এর আগে সোমবার দুইটার দিকে কবিরের চাচা খালেকের ছেলে রিয়াজ, রত্তন ডুবাইর ছেলে রাসেল ও সাহে আলমের ছেলে আলাউদ্দিন মিলে ঘরের পেছনে কবিরকে ডেকে নিয়ে দেশীয় অস্ত্র দেখিয়ে মারার চেষ্টা করে, পরে আমার ছেলে ভয় পেয়ে দৌড়ে ছুটে এসে আমাকে জানায়, তার পরের দিন সন্ধ্যা থেকে কবিরের কোনো খোজ পাওয়া যায়নি।
নিহত কবিরের স্ত্রী সুমা বেগম বলেন, দুই দিন খোজ করে না পেয়ে বৃহস্পতিবার আমরা থানায় জিডি করি, আজ শুক্রবার সকালে পুকুরে তার লাশ পাওয়া যায়। তজুমদ্দিন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মহব্বত খান জানান, বৃহস্পতিবার কবিরের ভাই এসে নিখোঁজের সাধারণ ডায়েরী করেন। আজ পুকুরে লাশ পাওয়ার খবর পাই। এঘটনায় তদন্ত কাজ চলমান রয়েছে।
নিহত কবির মৃত আ:মালেকের বড় ছেলে, তার দুই ছেলে ও দুই কণ্যা শিশু সন্তান রয়েছে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।