শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

মেহেন্দিগঞ্জে জামায়াতের ভোটকেন্দ্র প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

মোহাম্মদ ইউসুফ নিজস্ব প্রতিবেদক।।

বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেন্দিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্ততি উপলক্ষ্যে ভোটকেন্দ্র প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১আগষ্ট) সকাল ৯টায় উপজেলা মাল্টিপারপাস অডিটোরিয়ামে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন মেহেন্দিগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা শহিদুল ইসলাম ও সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারী মাওলানা সাইফুল্লাহ।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী’র কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও বরিশাল অঞ্চল টিম সদস্য মাওলানা একেএম ফখরুদ্দিন খান রাযী।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র বরিশাল জেলা আমীর এবং বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা ও কাজীরহাট) আসনে জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মাওলানা মোহাম্মদ আব্দুল জব্বার, জেলা নায়েবে আমীর ও বরিশাল-২ ( উজিরপুর-বানারীপাড়া) আসনে জাতীয় সংসদ সদস্য প্রার্থী মাস্টার আব্দুল মান্নান, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম সাইফুর রহমান, বরিশাল- ৪ আসনে জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক এ্যাডভোকেট জহির উদ্দিন ইয়ামিন, জেলা কর্মপরিষদ সদস্য নুরুল হক সোহরাব। সম্মেলনে মেহেন্দিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুর রাজ্জাক, সেক্রেটারি মাহমুদুল হাসান ফরিদ ও সাংগঠনিক সম্পাদক এইচ এম আনিছুর রহমান সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদদাতাগণ উপস্থিত ছিলেন।

এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মহিউদ্দিন, জামায়াতের জেলা ইউনিট সদস্য মুজাহিদুল ইসলাম ইউসুফ, উপজেলা এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী মাওলানা ইব্রাহীম খলিল, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আবদুল কুদ্দুস, মাওলানা এনায়েত হোসেন নাসিম, মাওলানা সিদ্দিকুর রহমান, মাওলানা আকতার হোসেন, মেহেন্দিগঞ্জ পৌর আমীর মাওলানা আমানুল্লাহ বাকের প্রমুখ।
সম্মেলনে মেহেন্দিগঞ্জ উপজেলার বিভিন্ন কেন্দ্রের প্রতিনিধি ও সংগঠনের উপজেলা-ইউনিয়ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্মেলনে অতিথিবৃন্দ আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোট কেন্দ্রভিত্তিক কার্যক্রমকে আরও সুসংগঠিত করার উপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, আমরা গণতন্ত্রাতিক উপায়ে একটি মানবিক বাংলাদেশ গড়তে চাই। আমরা বৈষম্যহীন, ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠন করতে চাই। জাতীয় নির্বাচনে একটি গুরুত্বপূর্ণ ফ্রন্ট হচ্ছে ভোট কেন্দ্র। যারা এই কেন্দ্রগুলোতে দায়িত্ব পালন করবেন আপনাদেরকে আল্লাহর পথে সংগ্রামী মুজাহিদ হিসেবে অত্যন্ত চৌকসভাবে দক্ষতা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করতে হবে। কেউ যদি জনগনের ভোটাধিকার হরণ করতে চায় তাদের বিরুদ্ধে সর্বশক্তি নিয়ে রুখে দাড়াতে হবে।

আরো পড়ুন

ঝালকাঠিতে খবরেরকাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন

জাহাঙ্গীর আলম।। দৈনিক খবরের কাগজ–এর স্বেচ্ছাসেবী সংগঠন ‘বন্ধুজন’–এর ঝালকাঠি জেলা কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *