মোহাম্মদ ইউসুফ নিজস্ব প্রতিবেদক।।
বাংলাদেশ জামায়াতে ইসলামী হিজলা উপজেলা ও কাজিরহাট থানা শাখার যৌথ উদ্যোগে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্ততি উপলক্ষ্যে ভোটকেন্দ্র প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১আগষ্ট) বিকাল ৪টায় বাহেরচর ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা মিলনায়তনে জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও বরিশাল-৪ আসনে জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক এ্যাডভোকেট জহির উদ্দিন ইয়ামিন এর সভাপতিত্বে সম্মেলন পরিচালনা করেন হিজলা উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক নুরুল আমিন।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী’র কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও বরিশাল অঞ্চল টিম সদস্য মাওলানা একেএম ফখরুদ্দিন খান রাযী।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র বরিশাল জেলা আমীর ও বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা ও কাজীরহাট) আসনে জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মাওলানা মোহাম্মদ আব্দুল জব্বার, জেলা নায়েবে আমীর ও বরিশাল-২ ( উজিরপুর-বানারীপাড়া) আসনে জাতীয় সংসদ সদস্য প্রার্থী মাস্টার আব্দুল মান্নান, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য নুরুল হক সোহরাব ও কাজিরহাট থানা জামায়াতের আমীর মাওলানা আবুল হোসাইন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, হিজলা উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা হারুন-অর-রশিদ, উপজেলা সেক্রেটারি সৈয়দ গুলজার আলম, কাজিরহাট থানা সেক্রেটারী কাজী লুৎফর রহমান, বড়জলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জামায়াত নেতা সামু চৌধুরী, জামায়াতের জেলা ইউনিট সদস্য মুজাহিদুল ইসলাম ইউসুফ, হিজলা উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মোঃ ফরিদ উদ্দিন, মোঃ খলিলুর রহমান, অধ্যক্ষ মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা আব্দুস সামাদ, মাওলানা মিজানুর রহমান, প্রভাষক রেদোয়ান উল্লাহ ও মাস্টার ইয়াছিন হেলাল প্রমুখ।
এছাড়াও সম্মেলনে হিজলা উপজেলা ও কাজিরহাট থানার বিভিন্ন ভোট কেন্দ্রের জামায়াতের প্রতিনিধি ও সংগঠনের উপজেলা-থানা-ইউনিয়ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্মেলনে অতিথিবৃন্দ আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোট কেন্দ্রভিত্তিক কার্যক্রমকে আরও সুসংগঠিত করার উপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, আমরা যারা ভোট কেন্দ্রের দায়িত্বে থাকবো তাদের মনে রাখতে হবে এটা কেবল রাজনৈতিক দায়িত্ব নয় বরং এটা আমানত। প্রত্যেক আমানতের হিসাব আল্লাহ আমাদের কাছে চাইবেন।
তাই আমাদের প্রতিনিধিদের সততা, ইখলাছ ও আল্লাহভীতি নিয়ে কাজ করতে হবে। আমরা যদি আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখে তার পথে থাকতে পারি তাহলে তিনি আমাদের বিজয় দান করবেন ইনশা আল্লাহ।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।