এম.জামাল,বোরহানউদ্দিন প্রতিনিধি: গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে ৫ আগস্ট বিকেলে বোরহানউদ্দিন উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়। বোরহানউদ্দিন উপজেলা মডেল মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হাওলাদার মার্কেট সংলগ্ন রাস্তায় এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বোরহানউদ্দিন জামায়াতের আমীর অধ্যাপক মোঃ মাকসুদুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন ভোলা-২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক মোঃ ফজলুল করীম। তিনি বলেন, “ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছে। আজ দ্বিতীয় স্বাধীনতার এক বছর পূর্ণ হলো। অনেক ত্যাগ-তিতিক্ষার মাধ্যমে বাংলাদেশ স্বৈরাচারমুক্ত হয়েছে। দেশ যেন আর কখনও স্বৈরশাসনের কবলে না পড়ে, সে জন্য সবাইকে সজাগ থাকতে হবে।”
তিনি আরও বলেন, “প্রশাসনকে আর দুর্নীতির সুযোগ দেওয়া হবে না। জনগণের ন্যায্য অধিকার আদায় করে নিতে হবে। প্রশাসন কোনো রাজনৈতিক গোলামি করতে পারবে না।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা এ এইচ এম অলিউল্লাহ, উপজেলা নায়েবে আমীর মোঃ আব্দুর রহিম, সেক্রেটারি আবুল কালাম আজাদ এবং পৌর আমীর মাওলানা আমানুল্লাহ প্রমুখ।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।