শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

 কবি ও কথাসাহিত্যিক সানাউল্লাহ সাগরের জন্মদিন

কবি, কথাসাহিত্যিক ও কলাম লেখক সানাউল্লাহ সাগরের জন্মদিন আজ। ১৯৮৬ সালের ৪ আগস্ট তিনি বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার দক্ষিণ ভূতের দিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। সাহিত্য, সংস্কৃতি ও সমসাময়িক বিষয় নিয়ে তিনি প্রায় দুই যুগ ধরে লিখে চলেছেন। কবিতা, গল্প, উপন্যাস ও প্রবন্ধসহ নানা সাহিত্যরূপে তাঁর লেখায় উঠে এসেছে সমাজ, ইতিহাস এবং মানসিক বাস্তবতার সূক্ষ্ম অনুধ্যান।

তিনি বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ে এমএ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুদ্রণ ও প্রকাশনা বিভাগ থেকে এমএসএস ডিগ্রি অর্জন করেন। পরে পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে পিজিডি সম্পন্ন করেন। বর্তমানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পিএইচডি গবেষণায় নিয়োজিত আছেন। পাশাপাশি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন এবং দীর্ঘদিন ধরে সম্পাদনা করে আসছেন সাহিত্য বিষয়ক লিটলম্যাগ ‘আড্ডা’

এ পর্যন্ত তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা ১২টি। এর মধ্যে উল্লেখযোগ্য বই: সাইরেন, কালো হাসির জার্নাল, মেঘের কার্তুজ, পৃথিবী সমান দূরত্ব আমাদের, গুহা, লাবণ্য দাশের সাথে দেখা হওয়ার পর এবং নির্বাচিত কবিতা। এছাড়া তিনি সম্পাদনা করেছেন এই সময়ের নির্বাচিত গল্প শিরোনামে একটি গল্পসংকলন।

সানাউল্লাহ সাগর নিয়মিতভাবে জাতীয় দৈনিক পত্রিকায় সমসাময়িক রাজনীতি ও সংস্কৃতি নিয়ে কলাম লিখে থাকেন। সাহিত্যের বহুমাত্রিক অঙ্গনে তাঁর নিবিষ্ট উপস্থিতি সমকালীন বাংলা লেখালেখিকে করেছে সমৃদ্ধ ও চিন্তনমূলক।

তাঁর জন্মদিনে সহকর্মী, লেখকবন্ধু, পাঠক ও শুভানুধ্যায়ীরা শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন।

সম্পাদনা: আব্দুল্লাহ মামুন

আরো পড়ুন

আজ বরেণ্য কথাসাহিত্যিক শাহেদ আলীর ২৪তম মৃত্যুবার্ষিকী

নিজস্ব প্রতিবেদক।। বরেণ্য কথাসাহিত্যিক শাহেদ আলীর জন্ম: মে ২৬, ১৯২৫; মৃত্যু: ৬ নভেম্বর, ২০০১ তিনি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *