বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

চরফ্যাশনে আলোচিত দুই ভাইকে হত্যাকাণ্ডে তিনজনের মৃত্যুদণ্ড

চরফ্যাশন প্রতিনিধি।।

ভোলার চরফ্যাশনে জমি বিক্রির টাকা আত্মসাৎ করতে দুই ভাইকে নৃশংসভাবে হত্যা করে মরদেহ পুড়িয়ে গুমের ঘটনায় তিনজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একই মামলায় আরও দু’জনকে স্বল্প মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার দুপুরে চরফ্যাশন অতিরিক্ত দায়রা জজ আদালতের সহকারী জজ মো. শওকত হোসাইন এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামীরা হ‌লেন, মো: বেলাল, মো: সালাউদ্দিন ও মো: শ‌রিফুল ইসলাম। এদের ম‌ধ্যে বেলাল চরফ‌্যাশন উপ‌জেলার আসলামপুর ইউনিয়‌নের মো: জ‌াফরুল্লাহ ফরাজী ছে‌লে ও সালাউদ্দিন একই উপ‌জেলার চরমা‌নিকা ইউনিয়‌নের সামছু‌দ্দি‌নের ছে‌লে এবং শ‌রিফুল একই ইউনিয়‌নের শা‌হে আলম মু‌ন্সির ছে‌লে।

এছাড়া আসামি মো. আবুল কাসেমকে ৫মাসের এবং মো. আবু মাঝিকে ৬মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
২০২১ সনের ৭এপ্রিল জমি বিক্রির টাকা হাতিয়ে নিতে দুলাল চন্দ্র শীল ও তপন চন্দ্র শীলকে গলা কেটে হত্যার পর পেট্রোল দিয়ে মরদেহ পুড়িয়ে গুমের চেষ্টা করেন অভিযুক্ত ৫ আসামি।

ঘটনার একদিন পর পুলিশ সুন্দরী খাল এলাকার একটি বাগান থেকে পুড়ে যাওয়া দুটি মরদেহ উদ্ধার করে। তরে মরদেহ থেকে বিচ্ছিন্ন দুটি মাথা খুঁজে পায়নি পুলিশ। পরে পুলিশ ডিএনএ পরীক্ষার মাধ্যমে নিহতদের পরিচয় শনাক্ত করে। এ ঘটনায় নিহতদের ছোট ভাই নিপেন চন্দ্র সরকার বাদী হয়ে অজ্ঞাত পরিচয়ে চরফ্যাশন থানায় হত্যা মামলা দায়ের করেন।

পরে জোড়া খুনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মো. শরিফুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ এবং শরিফুলকে গ্রেফতারের পর খুনের রহস্য উদঘাটন হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে একটি সেপটিক ট্যাংক থেকে দুইটি মাথার খুলি উদ্ধার করা হয়।

চরফ্যাশনের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট হযরত আলী হিরণ জানান, মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিনজনের মধ্যে একজন কারাগারে আছেন, অন্য দু’জন পলাতক।

আরো পড়ুন

’৬৯ এর গণঅভ্যূত্থানে শহীদ বরিশাল একে স্কুলের শিক্ষার্থী আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক।। ’৬৯ এর গণ অভ্যূত্থানে বরিশাল বিভাগের প্রথম শহীদ মোহাম্মদ আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ, ২৮ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *