আমতলী প্রতিনিধি।।
আজ সকাল ১১:০০ ঘটিকায় আমতলী উপজেলা পরিষদ হলরুমে আমতলী এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং এনএসএস – ( নজরুল স্মৃতি সংসদের) নিরলস পরিশ্রমের পাঁচটি মাঠ পর্যায়ের কার্য ক্রমের ফলক উন্মোচন করা হয়।
১. চরপাড়া ” অপুষ্টি মুক্ত গ্রাম” ঘোষণা ২০২৫.
২.সমন্বিত সবুজ বিদ্যালয় ঘোষণা ২০২৫.
৩.আমতলী পৌরসভা ও হলদিয়া ” বাল্য বিবাহ মুক্ত ইউনিয়ন ” ঘোষণা ২০২৫.
৪. লোচা, মহিষডাঙ্গা, ঘোপখালী ও পশ্চিমচিলা পরিবেশ বান্ধব গ্রাম ঘোষণা ২০২৫.
৫. আড়পাঙ্গাশিয়া ” শিশু শ্রম মুক্ত ইউনিয়ন ঘোষণা ২০২৫.
উক্ত অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রোকনুজ্জামান খান, সভাপতিত্ব করেন শাহাবুদ্দিন পান্না -( নির্বাহী পরিচালক এন এস এস). প্রোগ্রাম ম্যানেজার মৃদুল সরদারের সঞ্চলনায় বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন আমতলী এপি(এলাকা প্রোগ্রাম) ম্যানেজার বিপ্লব আইজ্যাক সরদার, উপজেলা সহকারী কমিশনার ভূমি জনাব তারেক হাসান, মৎস্য সিনিয়র উপজেলা কর্মকতা জনাব তন্ময় কুমার দাস, উপজেলা উন্নয়ন অফিসার জনাব মো: মাঈনুল ইসলাম, অফিসার ইনচার্জ (তদন্ত) জনাব শহিদুল ইসলাম,
এছাড়াও সরকারি- বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকতা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিক গন অংশ গ্রহন করেন এবং নিজেস্ব বক্তব্য তুলে ধরেন যাতে আমতলী এপি,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং এনএসএস কার্যক্রম আরো গতিশীল ও সুন্দর হয়।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।