বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি : “অভয়াশ্রম গড়ে তুলি,দেশী মাছে দেশ ভরি” এই প্রতিপাদ্যকে ধারণ করে বর্ণাঢ্য র্যালী আলোচনা সভার মধ্যে দিয়ে বাবুগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হয়েছে। জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ এ সফল মৎস্যচাষীদের মাঝে পুরস্কার বিতরণ ও আলোচনা সভার শুভ উদ্বোধন করেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আহমেদ।
বাবুগঞ্জ উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ নাজমুল সালেহীন -এর সভাপতিত্বে,আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার আবদুর রউফ, উপজেলা প্রাণী সম্পদ অফিসার প্রদীপ সরকার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, শিশু বিষয়ক কর্মকর্তা ইসমাইল হোসেন, বাবুগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক মোঃ নজরুল ইসলাম বাদশা, আব্দুল করিম হাওলাদার, রহমতপুুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ সুমন সিকদার, বাবুগঞ্জ উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ শাহাব উদ্দিন, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন মাষ্টার, বাবুগঞ্জ উপজেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান মিন্টু প্রমূখ।
জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ এ বাবুগঞ্জে তিন জনকে সেরা মৎস্য চাষীর এওয়ার্ড ও সম্মাননা পুরস্কার তুলে দেয়া হয়।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।