নিজস্ব প্রতিবেদক।।
বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র আবুল খায়ের আবদুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাত আমলের দুর্নীতি অনুসন্ধানে প্রতিষ্ঠানটির ১৫কর্মকর্তার নথিপত্র চেয়ে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
অনুসন্ধান কর্মকর্তা সহকারী পরিচালক মো. আবুল কাইয়ুম হাওলাদার সই করা চিঠির সূত্রে এসব তথ্য জানা গেছে। রোববার (২৪আগস্ট) দুদকের ঊর্ধ্বতন একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযোগে সাবেক মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাতের সময় সিটি করপোরেশনের বিভিন্ন সময়ে বালু ভরাট সংক্রান্ত কাজ, ২০২২ সালে ঈদুল ফিতর ও ঈদুল আযহার ব্যানার তৈরির কাজ, খোকন সেরনিয়াবাতের ফেসবুক পেজের বুস্টিংয়ের বরাদ্দকৃত ১লাখ ৫৮হাজার টাকার কাজ এবং সাবেক মেয়রের ল্যাপটপ, ড্রোন ক্যামেরা, চেয়ার, টেবিল, মনিটর, আইটি মেশিনসহ অন্যান্য সামগ্রী ক্রয়ে দুর্নীতির বিষয়ে উল্লেখ করা হয়েছে।
অভিযোগ সূত্রে আরও জানা যায়, সাবেক মেয়র আবুল খায়ের আবদুল্লাহ প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের সঙ্গে মিলেমিশে বরিশাল সিটি করপোরেশনকে দুর্নীতির আখড়ায় পরিণত করেছিলেন। তাঁদের যৌথ কারসাজিতে অবৈধ নিয়োগ, প্রতিটি দপ্তরে সেবাগ্রহীতার কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়া, ঘুষ বাণিজ্য, ব্যাপক অর্থ লোপাটসহ সকল ধরনের দুর্নীতি করে সরকার ও জনগণের অর্থ আত্মসাৎ করা হয়েছে।
অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে রাজস্ব কর্মকর্তা বাবুল হালদার, ট্রেড সুপার মো. শহিদুলের বিরুদ্ধে দুর্নীতির ও অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণ পাওয়ায় ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে সিটি করপোরেশন থেকে বরখাস্ত করা হয়েছিল। তবে তারা দুইজনেই তৎকালীন ছাত্রলীগের নেতা হওয়ার প্রভাব খাটিয়ে আবার চাকরি ফিরে পান বলে জানা গেছে। এছাড়া আওয়ামী লীগের ঘনিষ্ঠ হিসাবে পরিচিত পরিসংখ্যানবিদ স্বপন কুমার দাসের বিরুদ্ধেও ক্ষমতার অপব্যবহার করে অবৈধ উচ্ছেদ শাখার প্রধান, প্রশাসনিক কর্মকর্তা ও মশক নিধন শাখার প্রধান পদ আগলে রেখে দিনের পর দিন অপকর্মের অভিযোগ রয়েছে।
অনুসন্ধানের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে দুদক পরিচালক মোজাহার আলী সরদার বলেন, সম্প্রতি সিটি করপোরেশনের সাবেক মেয়রসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধানকাজ চলমান রয়েছে। অনুসন্ধানে শেষে কর্মকর্তার দাখিলকৃত প্রতিবেদনের আলোকে কমিশন আইনি ব্যবস্থা গ্রহণ করবে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।