শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

দৈনিক নয়া দিগন্তের ঝালকাঠি প্রতিনিধির ইন্তেকাল-বিভিন্ন মহলের শোক

নিজস্ব প্রতিবেদক।।

ঝালকাঠি প্রেসক্লাব সভাপতি, দৈনিক নয়াদিগন্ত ও বাংলাদেশ বেতারের ঝালকাঠি জেলা প্রতিনিধি কাজী খলিলুর রহমান আর নেই।

তিনি সোমবার সকাল ৯.৫০টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যা-গ করেন। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

গত ২০আগস্ট ভোরে ঝালকাঠি শহরের স্টেশন রোডস্থ নিজ বাসভবনে ব্রেইন স্ট্রোক করেন। পরে ঝালকাঠি সদর হাসপাতাল ও বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে নেয়া হয়। উন্নত চিকিৎসার জন্য ঢাকার আগারগাও নিউরোসায়েন্স হাসপাতালে প্রেরণ ককরা হয়। ঢাকাস্থ নিউরোসায়োন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল ৯.৫০টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী ও পুত্রসন্তানসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। তারমৃত্যুতে বিদেহী আত্মার শান্তি কামনা, শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন রাজনীতিক, সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।

বিএনপি চেয়ারপার্সন (বেগম খালেদা জিয়া) উপদেষ্টা ড. জিয়াউদ্দিন স্বাপন, ধর্ম বিষয়ক উপদেষ্টা রফিকুল ইসলাম জামাল, সহসাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু, সাবেক এমপি ইসরাত সুলতানা ইলেনভুট্টো, কেন্দ্রীয় মহিলাদল সহসভাপতি জেবা আমিনা খান, জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন, সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন, জেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট হাফিজুর রহমান, সেক্রেটারী অধ্যক্ষ ফরিদুল হক, নায়েবে আমীর অ্যাডভোকেট বিএম আমিনুল ইসলাম, ইসলামী আন্দোলনের জেলা সভাপতি হাফেজ আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা ক্বারী ইব্রাহিম আল হাদী, এনসিপি জেলা সমন্বয়ক মাইনুল ইসলাম মান্না, ঝালকাঠি প্রেসক্লাবের সহসভাপতি আল আমিন তালুকদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আক্কাস সিকদার, সহসাধারণ সম্পাদক অ্যাডভোকেট আসম মাহমুদুর রহমান পারভেজ, ক্লাব ও পাঠাগারের সাধারণ সম্পাদক আজাদুর রহমান পান্না, সুগন্ধা সাহিত্য সাংস্কৃতিক সংসদের পরিচালক আতিকুর রহমান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আল আমিন বাকলাই, স্বেচ্ছাসেবক শাকিল হাওলাদার রনি, প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দসহ আরো অনেকে।

আরো পড়ুন

বাবুগঞ্জের ইউএনও’র বদলি স্থগিতের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কে মানববন্ধন

বাবুগঞ্জ প্রতিনিধি।। বরিশালের বাবুগঞ্জ উপজেলার জনপ্রিয়, জনবান্ধব ও মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *