বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, চলচ্চিত্র প্রদর্শন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান

পিরোজপুর প্রতিনিধি।।

পিরোজপুর সরকারি মহিলা কলেজে বৃহস্পতিবার (৩১জুলাই) সকালে অনুষ্ঠিত হয়ে গেল “জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান”। সকাল ১০টায় শুরু হওয়া এ আয়োজনে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, স্মৃতিচারণ, চলচ্চিত্র প্রদর্শন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ নাজমুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের সিভিল সার্জন ডাঃ মোঃ মতিউর রহমান, শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ জহিরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশীদ, জেলা শিক্ষা অফিসার মোঃ ইদ্রিস আলী আযাদী এবং কলেজের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

বক্তারা জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের স্মরণ করেন এবং বৈষম্যহীন একটি নতুন বাংলাদেশ গড়ার সংগ্রামে তাঁদের ভূমিকার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পিরোজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম।

এ সময় কলেজের আন্দোলনরত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। দিনব্যাপী আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।

আরো পড়ুন

দুধ দিয়ে গোসল করে জামায়াতে যোগ দিলেন বিএনপির তিনশতাধিক নেতাকর্মী

মোঃ আল-আমিন, বাউফল // পটুয়াখালীর বাউফল উপজেলায় দুধ দিয়ে গোসল বিএনপি ও সহযোগী সংগঠনের তিনশত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *