শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

পিআর দেশের স্বার্থ বিরোধী, এ পদ্ধতিতে নির্বাচন দাবী করা অযোক্তিক

নুর উল্লাহ আরিফ চরফ্যাশন প্রতিনিধি।। 

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও বিএনপির নির্বাহি কমিটির সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন বলেছেন, পিআর পদ্ধতি দেশের স্বার্থবিরোধী, এ পদ্ধতিতে নির্বাচন দাবী করা অযোক্তিক। কোন দল যদি অভিমান করে যে এ পদ্ধতিতেই নির্বাচন করতে হবে তাহলে এটা দেশের জাতীয় স্বার্থবিরোধী বলে পরিগণিত হবে। এটা আমরা তাদের বোঝানোর চেষ্টা করতেছি, আলোচনার টেবিলে ঐক্যমতের ভিত্তিতে সকল দলের অংশগ্রহণের মধ্য দিয়ে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন হবে। যে নির্বাচনে সকলে অংশগ্রহণ করবে।

শুক্রবার ১৯ সেপ্টেম্বর দুপুরে উপজেলা জিয়া স্মৃতি পাঠাগার আয়োজিত ২০২৫ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এর আগে ব্রজ গোপাল টাউন হলে জিপিএ ৫ প্রাপ্ত ১০৩ জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আগামী নির্বাচনে মহান আল্লাহর রহমতে দেশের জনগণের মেন্ডেট নিয়ে বিএনপি ক্ষমতায় আসলে তোমাদের উচ্চ শিক্ষাগ্রহণে আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।

তিনি আরো বলেন, চরফ্যাশনের অনেকেই এখন দেশের বাহিরেও পড়াশোনা করছে। চরফ্যাশন সন্তানেররা দেশের বাহিরের ছাত্র সংসদের নেতৃত্ব দিচ্ছে। এটা আমাদের সৌভাগ্য। কেউ না কেউ তোমাদের সহযোগিতা করছে। তোমরা ভবিষ্যতেও সহযোগিতা পাবে। তবে প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে তোমাদের আরো বেশি পড়াশোনা করতে হবে।

উপজেলা জিয়া স্মৃতি পাঠাগারের সভাপতি আরিফুল ইসলাম জুয়েলের সভাপতিত্বে বক্তব্য রাখেন শিক্ষক প্রতিনিধি আলীঁগাও মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহা. তৈয়ুবুর রহমান কৃতি শিক্ষার্থী সালমান সাজিদ ও নুরুন আশসিফা প্রমূখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি কয়সর আহাম্মদ কমল, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও জিন্নাগড় ইউনিয়ন পরিষদের সাবেক জনপ্রিয় চেয়ারম্যান কাজী মনজুর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক গোফরান মহাজন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খায়রুল ইলসাম সোহেল, ভোলা জেলা বিএনপির সদস্য মমিনুল ইসলাম ভুট্টুু ও উপজেলা বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক আহসান উল্লাহ বাহার, উপজেলা যুবদলের সদস্য সচিব জহিদুল ইসলাম রাসেল চরফ্যাশন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল গোলদারসহ সাংবাদিক ও শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ।

অনুষ্ঠানে দোয়া মুনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ মোসলে উদ্দীন। পরে তিনি বিকালে উপজেলার আমিনাবাদ, আবুবকর ও ওসমানগঞ্জ ইউনিয়নের বিভিন্ন বাজারে গণসংযোগ করেন।
ক্যাপশন: এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন।

আরো পড়ুন

মায়ের কিডনি দিয়েও বাঁচানো গেল না ছেলের জীবন

সাকী মাহবুব পাংশা প্রতিনিধি।। রাজবাড়ীর পাংশা উপজেলার মুছিদাহ গ্রামে ছড়িয়ে পড়েছে শোকের ছায়া। মৃত্যুর কাছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *