বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

ঝালকাঠিতে ইউপি চেয়ারম্যানকে গ্রেফতারের দাবি বিএনপির

নিজস্ব প্রতিবেদক।।

ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সোহরাব হোসেন ওরফে বাবুল মৃধাকে অপসারণ এবং গ্রেফতারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিএনপির নেতাকর্মীরা। ‎রোববার (২২জুন) সকাল ১০টায় ঢাকা-পটুয়াখালী মহাসড়কের ঝালকাঠি অংশের জিরো পয়েন্ট এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

নেতাকর্মীরা মহাসড়কে অবস্থান নেন এবং দুর্নীতিবাজ চেয়ারম্যানের বিচার চাই, ‘সোহরাব হোসেনের অপসারণ চাই’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন। এতে ওই রুটে কয়েক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে এবং দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও পথচারীরা।


‎বিক্ষোভে অংশ নিয়ে ইউনিয়ন বিএনপির সভাপতি নান্টু মল্লিক বলেন, বিনা ভোটে ক্ষমতায় এসে সোহরাব হোসেন দপদপিয়া ইউনিয়নের জনগণকে জিম্মি করে রেখেছেন। তার দুর্নীতি, দমন-পীড়ন আর স্বেচ্ছাচারিতা দিন দিন অসহনীয় হয়ে উঠেছে। আমরা তার অবিলম্বে অপসারণ ও গ্রেফতার চাই।

‎ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. রিমন আকন বলেন, জনগণের ভোট ছাড়া ক্ষমতায় গিয়ে তিনি প্রশাসনকে ব্যবহার করে অনিয়ম করে যাচ্ছেন। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ বহুবার উঠেছে, অথচ ব্যবস্থা নেওয়া হয়নি। এই আন্দোলন শুধু একজন চেয়ারম্যানের বিরুদ্ধে নয়, এটি গণদাবির অংশ।

সড়ক অবরোধে ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

‎এ বিষয়ে জানতে চাইলে ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা মিথ্যা ও ভিত্তিহীন। আমি যখন প্রথমবার চেয়ারম্যান হই, তখন কোনো রাজনৈতিক পদে ছিলাম না। পরে আমির হোসেন আমু ভাই  আমাকে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব দেন। আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত।

আরো পড়ুন

দুধ দিয়ে গোসল করে জামায়াতে যোগ দিলেন বিএনপির তিনশতাধিক নেতাকর্মী

মোঃ আল-আমিন, বাউফল // পটুয়াখালীর বাউফল উপজেলায় দুধ দিয়ে গোসল বিএনপি ও সহযোগী সংগঠনের তিনশত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *