হিজলা প্রতিনিধি।।
বরিশালর জেলার হিজলা উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন আগামী সংসদ নির্বাচনে বরিশাল ৪ (হিজলা- মেহেন্দিগঞ্জ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার এম মাসুম।
শুক্রবার,১৯ সেপ্টেম্বর সকালে হিজলা উপজেলার ডাকবাংলোয় এই মতবিনিময় সভা করেন তিনি। সভায় আগামী নির্বাচনে তাঁর মনোনয়ন প্রাপ্তি, মনোনয়ন পেলে করনীয়, হিজলা- মেহেন্দিগঞ্জ ও কাজির হাটে শিক্ষা ব্যবস্থায় তাদের অবদান সহ বিভিন্ন ক্ষেত্রে তাদের পারিবারিক অবদান বিষয়ে আলোচনা করেন তিনি।
তিনি বলেন,হিজলা-মেহেন্দিগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী শক্তির ঘাঁটি। আমি জাতীয়তাবাদী শক্তির পক্ষে কাজ করতে চাই। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, চাঁদাবাজ ও সন্ত্রাস মুক্ত ক্লিন ইমেজের প্রার্থীদের দল মনোনয়ন দিবে। তাই মনোনয়নের ব্যাপারে আমি আশাবাদী। আমি ও আমার পরিবার সব সময় হিজলা, মেহেন্দিগঞ্জ ও কাজির হাটের অসহায়,গরীব ও মেহনতি মানুষের জন্য কাজ করে এসেছি।
এরই ধারাবাহিকতায় আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পক্ষ থেকে বরিশাল-৪ আসনে দলীয় মনোনয়ন চাইবো। এজন্য আপনাদের সকলের সহযোগীতা কামনা করছি।
দল মনোনয়ন দিলে বিজয়ের ব্যপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করে ব্যারিস্টার এম মাসুম বলেন,
হিজলায় মাঠ পর্যায়ে অনেক ত্যাগী ও দেশপ্রেমিক জাতীয়তাবাদী কর্মীদের অভাব নেই। দল মনোনয়ন দিলে জয় সুনিশ্চিত, ইনশাআল্লাহ।
এম মাসুম বলেন,আমি ও আমার পরিবার আগে থেকেই হিজলা,মেহেন্দিগঞ্জ ও কাজিরহাটের শিক্ষা ব্যবস্থার উন্নতির জন্য বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে কাজ করেছি। যদি মনোনয়ন পাই নির্বাচিত হই তাহলে এই আসনের শিক্ষা,স্বাস্থ্য ও যোগাযোগের উন্নয়নে বিশেষভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, একটি আদর্শিক ও সমৃদ্ধ জাতি গঠনের স্বপ্ন নিয়ে, হিজলা ,মেহেন্দিগঞ্জ ও কাজীর হাটে উন্নয়নে সৎ, দক্ষ এবং দেশপ্রেমিক নেতৃত্বের আদর্শের ভিত্তিতে কাজ করা হবে। আমাদের লক্ষ্য একটি সহনশীল ও সংস্কৃতিমনস্ক সহযোগী পরিবেশ গড়ে তোলা, যেখানে সকলের মধ্যে সম্মান ও সহযোগিতা থাকবে।
এসময় হিজলা উপজেলার কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।